যশোরে জনতা ব্যাংকের শাখা ব্যবস্থাপক সম্মেলন
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
জনতা ব্যাংক পিএলসির খুলনা বিভাগীয় শাখা ব্যবস্থাপক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ সেপ্টেম্বর) যশোর শহরের একটি অভিজাত হোটেলে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জনতা ব্যাংকের এমডি ও সিইও আব্দুল জব্বার। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ডিএমডি রমজান বাহার ও সিএফও নূরুল আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি ব্যাংকের এমডি ও সিইও আব্দুল জব্বার ঋণ আদায়ে সর্বোচ্চ গুরুত্ব আরোপসহ ব্যাংকের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করার জন্য শাখা ব্যবস্থাপকদের নির্দেশনা প্রদান করেন। এছাড়া আধুনিক ব্যাংকিং ও উন্নত গ্রাহক সেবা এবং ব্যাংকিং কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন। ব্যাংকের জিএম আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে সম্মেলনে খুলনা বিভাগীয় কার্যালয়ের আওতাধীন এম কে রোড কর্পোরেট শাখা প্রধানসহ যশোর, ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা এরিয়া অফিসের প্রধান, শাখা ব্যবস্থাপকবৃন্দ ও নির্বাহী কর্মকর্তারা অংশ গ্রহণ করেন। ডেল্টা টাইমস্/সিআর/এমই |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |