বিএনপির কর্মসূচিতে আপত্তি নেই, বিশৃঙ্খলা হলে প্রতিহত
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
বিএনপি সরকার পতনের হুমকি দেয়ার পর থেকেই শান্তি ও উন্নয়ন সমাবেশের কর্মসূচি দিয়ে রাজপথে আছে আওয়ামী লীগ। আগামী নির্বাচন পর্যন্ত এমন কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা ক্ষমতাসীনদের। আওয়ামী লীগ নেতারা বলছেন, বিএনপির রোডমার্চ বা শান্তিপূর্ণ কোনো কর্মসূচিতেই আপত্তি নেই। তারা কর্মসূচি দিয়ে নির্বাচনী অভিযাত্রা ঠেকাতে পারবে না। তবে কর্মসূচির নামে বিশৃঙ্খলা হলে তা প্রতিহত করা হবে। আওয়ামী লীগ নেতারা মনে করেন, বিএনপির কর্মসূচিতে গণমানুষের অংশগ্রহণ নেই, তাই তাদের আন্দোলন ব্যর্থ হয়েছে। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন, সরকার পতনে বিএনপির কোনো কর্মসূচিকেই জনগণের সাড়া মেলেনি। তবে বিএনপির শান্তিপূর্ণ কোন কর্মসূচিতে বাধা দেবে না আওয়ামী লীগ। কিন্তু আন্দোলনের নামে কোনো বিশৃঙ্খলা হলে তাদের প্রতিহত করা হবে। দলটির সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান বলেন, মানুষ এখন নির্বাচনমুখী। আর সংবিধান অনুযায়ী অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন করতে সরকার বদ্ধ পরিকর। যা স্থানীয় সরকার নির্বাচন এবং উপনির্বাচনগুলোতে প্রমাণিত হয়েছে। দলটির নেতারা মনে করছেন, এখন বিরোধীতা করলেও শেষ পর্যন্ত নির্বাচনে আসবে বিএনপিসহ নিবন্ধিত সব রাজনৈতিক দল। সেই অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে আওয়ামী লীগ। সোমবার সরকারের পদত্যাগসহ বিভিন্ন দাবিতে চলমান যুগপৎ আন্দোলনে লাগাতার ১৫ দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। নতুন এ কর্মসূচি শুরু হবে ১৯ সেপ্টেম্বর, চলবে তিন অক্টোবর পর্যন্ত। এতে থাকবে রোডমার্চ ও সমাবেশ। ডেল্টা টাইমস্/সিআর/এমই |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |