বেগুন দিয়ে ইলিশের ঝোল
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
![]() বেগুন দিয়ে ইলিশের ঝোল চলুন জেনে নেওয়া যাক রেসিপি- তৈরি করতে যা লাগবে ইলিশ মাছ- ৬ টুকরা বেগুন- পরিমাণমতো মরিচ গুঁড়া- ১-২ চা চামচ হলুদ গুঁড়া- ১/২ চা চামচ ধনিয়া গুঁড়া- ১/২ চা চামচ জিরা গুঁড়া- ১/২ চা চামচ কালো জিরা- ১/২ চা চামচ লবণ- স্বাদ মতো সরিষার তেল- পরিমাণমতো ভাজা জিরা গুঁড়া- ১/২ চা চামচ গোল মরিচ গুঁড়া- ১/২ চা চামচ কাঁচা মরিচ- স্বাদ মতো গোল মরিচ- ৩-৪ টি। যেভাবে তৈরি করবেন : কড়াইতে সরিষার তেল গরম করে বেগুন হালকা করে ভেজে নিন। ভাজা বেগুনগুলো আলাদা করে তুলে রাখুন। এবার তেলে মরিচ ও কালো জিরা ফোড়ন দিয়ে একে একে গোল মরিচ, হলুদ গুঁড়া, ধনিয়া ও জিরা গুঁড়া, লবণ দিয়ে কষিয়ে পরিমাণমতো পানি দিন। এবার ঢিমে আঁচে ফুটতে দিন। ঝোল ফুটে এলে তাতে ইলিশ মাছের টুকরা দিন। যোগ করুন ভেজে রাখা বেগুন। সব সেদ্ধ হয়ে এলে ভাজা জিরা গুঁড়া ও গোল মরিচ গুঁড়া ছড়িয়ে নামিয়ে নিলেই প্রস্তুত বেগুন দিয়ে ইলিশের ঝোল। ডেল্টা টাইমস্/সিআর/এমই |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |