রাষ্ট্র এখন যন্ত্রণা আর নিপীড়নের কারখানা: ফখরুল
নিজস্ব প্রতিবেদক:
|
‘রাষ্ট্র এখন আর রাষ্ট্র নেই’ মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্র এখন যন্ত্রণা ও অত্যাচার-নিপীড়নের কারখানা হয়ে গেছে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্তম্ভগুলো শেষ। বিচারকরা নিজেরাই নিজেদের স্বাধীনতা শেষ করে দিয়েছেন।’ মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, ‘গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের স্বপ্ন পূরণ হয়নি। বরং দেশ আজ ঘোরতর অন্ধকারে। সবাই মিলে এক জোট হয়ে লড়াই না করলে এই অন্ধকার থেকে আমরা কীভাবে বের হবো জানি না। ‘৩০ বছর পর ঈশ্বরদীতে শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলায় ৯ জনকে মৃত্যুদণ্ড এবং ১৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে। বিএনপির নেতাকর্মীদের সাজা দিয়ে অবিচার করা হচ্ছে।’ জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, ‘জাতি আজ ধ্বংস হয়ে যাচ্ছে, জাতি বিপন্ন। জাতীয় ঐক্য দরকার। গণমাধ্যমকে এককভাবে রক্ষা করে লাভ হবে না, রাষ্ট্রকে রক্ষা করতে হবে। নেতাকর্মীদের উদ্দেশ্যে মির্জা ফখরুল আরও বলেন, খালেদা জিয়া অসুস্থ অবস্থায় আছেন। গুরুতর অবস্থা। অন্যান্য রাজনৈতিক নেতারা আজ আমাদের সঙ্গে শরীক হয়েছেন। সবাই কিন্তু আজ এগিয়ে এসেছেন। ‘আর ঘরে বসে থাকার সময় নেই। রাজপথে নেমে সব শক্তি দিয়ে গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা করতে হবে।’ ডিইউজের সভাপতি মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক খুরশীদ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিএফইউজের (একাংশ) সাবেক সভাপতি রুহুল আমিন গাজী, বর্তমান সভাপতি এম আবদুল্লাহ, মহাসচিব নুরুল আমিন রোকন, সাবেক মহাসচিব এম এ আজিজ, ডিইউজের সাবেক সভাপতি এলাহী নেওয়াজ খান সাজু, কবি আবদুল হাই শিকদার, কাদের গনি চৌধুরী, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজ, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মুরসালিন নোমানী, ডিইউজের সহ সভাপতি রাশেদুল হক, সাংগঠনিক সম্পাদক সাঈদ খান প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিএনপির নেতাদের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ঢাকা মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ফরহাদ হালিম ডোনার, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, মিডিয়া সেলের সদস্য জহির উদ্দিন স্বপন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, নির্বাহী কমিটির সদস্য ইশরাক হোসেন, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান, সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল প্রমুখ উপস্থিত ছিলেন। ডেল্টা টাইমস্/সিআর/এমই
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |