রোববার ১৩ অক্টোবর ২০২৪ ২৮ আশ্বিন ১৪৩১

২০ সেপ্টেম্বর: ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা
ডেল্টা টাইমস ডেস্ক :
প্রকাশ: বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০২৩, ১০:০৬ এএম | অনলাইন সংস্করণ

২০ সেপ্টেম্বর: ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা

২০ সেপ্টেম্বর: ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা

আজ বুধবার,২০ সেপ্টেম্বর ২০২৩ ● ০৫ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ● ০৪ রবিউল আউয়াল ১৪৪৫। আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই। চলুন এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু বিষয় :

ঘটনাবলি
 
১১৮৭:  মুসলমান সেনারা খ্রিস্টানদের বিরুদ্ধে ক্রুসেডের অংশ হিসেবে সেনাপতি সালাদিনের নেতৃত্বে জেরুজালেম অবরোধ শুরু করেন, যা ২ অক্টোবর তাদের দখলে আসে।
 
১৬২০:  তুরস্কের কাছে যুদ্ধে পরাজিত হয় পোল্যান্ড।
 
১৮৩১:  বাষ্পচালিত প্রথম বাস নির্মাণ।
 
১৮৩৩:  চার্লস ডারউইনের ঘোড়ায় চড়ে বুয়েনস আইরেস যাত্রা।
 
১৮৩৯:  নেদারল্যান্ডসের আমস্টারডাম থেকে হার্লেম পর্যন্ত রেলপথ খুলে দেয়া হয়।
 
১৮৫৪:  অবিভক্ত বাংলায় প্রথম ডাকটিকিট বিক্রি শুরু। ডাকটিকিটের চিত্রশিল্পী ছিলেন নুমারউদ্দীন।
 
১৮৫৭:  বিদ্রোহী সিপাহিদের হাত থেকে ব্রিটিশ সেনারা দিল্লি পুনর্দখল করে।
 
১৮৭০:  ইতালির সেনাবাহিনী ফ্রান্সের কাছ থেকে রোম শহর দখল করে।
 
১৯৬৪:  আফগানিস্তানের জাতীয় সংসদ নতুন সংবিধান অনুমোদন করে।
 
১৮৬৭:  হাঙ্গেরিকে অস্ট্রিয়ার সঙ্গে একীভূত করে বৃহৎ অস্ট্রিয়ান সাম্রাজ্য গঠন করা হয়।
 
১৯৭০:  সোভিয়েত রকেট লুনা-১৬ চন্দ্রপৃষ্ঠে অবতরণ করে।
 
১৯৭৩:  নারী টেনিস খেলোয়াড় বিলি জিন কিং লন টেনিস খেলার লিঙ্গের যুদ্ধ নামক মুখোমুখি ম্যাচে পুরুষ টেনিস খেলোয়ার ববি রিগস্কে পরাজিত করেন।
 
১৯৯২:  আহছান মঞ্জিল জাদুঘর উদ্বোধন।
 
১৯৯৯:  বিল ক্লিনটন নয় দিনের রাষ্ট্রীয় সফরে চীনে যান।
 
২০০০:  চেক প্রজাতন্ত্রে সফল নির্বাচন অনুষ্ঠিত।
 
২০০১:  রাজধানী ঢাকায় রিকশার বিকল্প হিসেবে পরীক্ষামূলকভাবে ‘সিটি সার্কুলার সার্ভিস’ চালু।
 
২০০৫:  যুক্তরাষ্ট্র ও কিউবায় হ্যারিকেন রিটার তাণ্ডব।
 
জন্ম
 
১৪৮৬:  ইংল্যান্ডের রাজা সপ্তম হেনরির ছেলে আর্থার।
 
১৮৩৩:  নোবেল শান্তি পুরস্কার বিজয়ী (১৯০৭) ইতালির মানবহিতৈষী এর্নেস্তো তিওদোরো মনেতা।
 
১৯৪৩:  নাইজেরিয়ার সাবেক প্রেসিডেন্ট সানি আবাচা।
 
১৯৪৮: মহেশ ভাট, ভারতীয় চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও চিত্রনাট্যকার।
 
১৯৫২: শেখর বসু, প্রখ্যাত ভারতীয় বাঙালি পরমাণু বিজ্ঞানী।
 
১৯৫৭: বলিউডের ‘মন কি আওয়াজ প্রতিজ্ঞা’খ্যাত ভারতীয় অভিনেতা অনুপম শ্যাম।
 

মৃত্যু
 
১২৪৬:  কিয়েভের শাসক মিখাইল।
 
১৮৬৩:  জার্মান ভাষাতাত্ত্বিক, আইনজ্ঞ ও পুরাণবেত্তা ইয়াকপ গ্রিম।
 
১৯৭১:  নোবেলজয়ী (১৯৬৩) গ্রিক কবি জর্জ সেফেরিস।
 
১৯৭৫:  নোবেলজয়ী (১৯৬০) ফরাসি সাহিত্যিক স্যঁ জন পেরস।
 
১৯৮৬:  ছান্দসিক ও রবীন্দ্রবিশেষজ্ঞ প্রবোধচন্দ্র সেন।
 
১৯৯৬:  অতিপ্রজ হাঙ্গেরীয় গণিতবিদ পল এর্ডশ।
 
২০১১:  আফগানিস্তানের প্রেসিডেন্ট বুরহানউদ্দিন রব্বানী।
 
দিবস
আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় ক্রীড়া দিবস

ডেল্টা টাইমস/সিআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com