প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি:
|
![]() প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে কাজ করছে সরকার: সমাজকল্যাণমন্ত্রী বুধবার (২০ সেপ্টেম্বর) দুপুরে টঙ্গীতে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পরিচালনাধীন প্রতিষ্ঠান শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্টের বিভিন্ন উন্নয়ন প্রকল্প উদ্বোধন কালে তিনি এসব কথা বলেন। এসময় মন্ত্রী প্রধান ফটক, গভীর নলকূপ, চেয়ার ও ঝুড়ি উৎপাদন কার্যক্রম উদ্বোধন করেন। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক আবু সালেহ মোস্তফা কামাল, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রুহুল আমিন খান, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের শারীরিক প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট, মৈত্রী শিল্পের নির্বাহী পরিচালক (যুগ্মসচিব) মো. সেলিম খান, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. মাহবুব আলম বিপিএম,পিপিএম, গাজীপুর জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম প্রমুখ |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |