রাজধানীর গ্রিনরোডে আবাসিক ভবনে আগুন
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
রাজধানীর কলাবাগানের গ্রীনরোড এলাকায় একটি আবাসিক ভবনে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট রওনা হলেও যানজটের কারণে ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করতে পেরেছে মাত্র একটি ইউনিট। বুধবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে গ্রীনরোডে ঢাকা টাওয়ারের সামনের একটি আবাসিক ভবনে এই আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম। ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ সন্ধ্যা ৬টা ৪৯ মিনিটে বাংলাভিশনকে বলেন, গ্রিনরোডে একটি আবাসিক ভবনে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট রওনা হয়েছে। এই মুহূর্তে সেখানে একটি ইউনিট কাজ করছে। বাকি ইউনিটগুলো এখনো রাস্তায় রয়েছে। ভবন থেকে এখনো ধোয়া বের হচ্ছে। তবে কিভাবে আগুনের সূত্রপাত এবং কোনো হতাহতের ঘটনার রয়েছে সে বিষয়ে কিছুই জানা যায়নি। ডেল্টা টাইমস্/সিআর/এমই |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |