তোমার সৌন্দর্যে চোখ জুড়াল আমার: ফারিয়া
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
![]() ছবি : অভিনেত্রী নুসরাত ফারিয়ার ফেসবুক নেওয়া। নাতিশীতোষ্ণ দেশ থেকে নায়াগ্রার ধারে উড়ে গেছেন নুসরাত ফারিয়া। সবাই এ জলপ্রপাতের সৌন্দর্যে মুগ্ধ হলেও নায়াগ্রা যেন ফারিয়ার সৌন্দর্যে নিজেকে সামলে রাখতে পারছে না। ![]() ছবি : অভিনেত্রী নুসরাত ফারিয়ার ফেসবুক নেওয়া। তাই হয়তো রোদ চশমায় চোখ ঢেকে উন্মাতাল জলরাশিকে জেমসের গান মনে করিয়ে দিচ্ছেন, এই চোখে তাকিও না, তুমি লুটপাট হয়ে যাবে। ফারিয়ার স্নিগ্ধ হাসি দেখে নায়াগ্রা জলপ্রপাত যেন আর গর্জন করছে না, ভায়োলিনের সুরে বাজছে। একে অন্যের সৌন্দর্যে একাকার তারা। তোমার সৌন্দর্যে চোখ জুড়াল আমার— প্রকৃতি হয়তো এমন কিছু প্রশংসা বাক্য শুনিয়েছে ফারিয়াকে। যাতে অনেকটাই প্রসন্ন ও লজ্জাবনত এ সুন্দরী। ডেল্টা টাইমস্/সিআর/এমই |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |