নেতাদের পালিয়ে যাওয়া বিএনপি ঠেকাতে পারবে না: তথ্যমন্ত্রী
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
![]() আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ : ছবি পিআইডি বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে চলচ্চিত্র নির্মাতা সালাহউদ্দিন জাকীর মরদেহে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি। তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি কিছুদিন পরপর নানা ধরনের কর্মসূচি দেয়। কর্মসূচির মধ্যে কোনো নতুনত্ব নেই। কয়দিন হাঁটা কর্মসূচি, কয়দিন বসা কর্মসূচি, কয়দিন গণমিছিল কর্মসূচি- এগুলো গতানুগতিক।’ আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘বিএনপিকে অনুরোধ জানাব- তাদের দল থেকে যে পালিয়ে যাচ্ছে, সেটি নিয়ে একটু কিছু বলার জন্য। তাদের এই পালিয়ে যাওয়া ঠেকানোর জন্য তারা এখন রোডমার্চ, তারপর আরও হয়তো অন্য কোনো কর্মসূচি দেবে। এগুলো করেও বিএনপি থেকে পালিয়ে যাওয়া, বিএনপি থেকে নেতাদের সরে যাওয়া এবং অন্য দলে যোগ দেওয়া কিংবা নতুন প্ল্যাটফর্ম করা তারা ঠেকাতে পারবে না।’ ডেল্টা টাইমস্/সিআর/এমই |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |