নৃত্য পরিচালকের সঙ্গে কোনো সমস্যাই হয়নি: সায়ন্তিকা
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
![]() নৃত্য পরিচালকের সঙ্গে কোনো সমস্যাই হয়নি: সায়ন্তিকা অভিযোগ উঠেছিল এ ছবির শুটিং সেটে নৃত্য পরিচালক হাত ধরায় নাখোশ হন সায়ন্তিকা। তার জেরে সোজ কলকাতা চলে যান তিনি। এবার অভিনেত্রী বলছেন ভিন্ন কথা। তিনি জানান, নৃত্য পরিচালকের সঙ্গে তার কোনো সমস্যাই হয়নি। তার বক্তব্য ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যমকে সায়ন্তিকা বলেন, ‘সেই কোরিওগ্রাফারের সঙ্গে কোনও সমস্যাই হয়নি। অকারণে কেন একজন শিল্পীর নামে মিথ্যা বলতে যাব? ও খুব আগ্রহ নিয়ে নিজের কাজ করার চেষ্টা করছিল। হয়ত কথা বলতে বলতেই না বুঝে আমার হাত ধরে নাচের পজিশন বুঝিয়েছে, কাজটা বোঝানোর চেষ্টা করেছে। তার মধ্যে কোনও খারাপ উদ্দেশ্য ছিল না। ওর আশেপাশের মানুষই এ ধরনের খারাপ কথা রটাচ্ছে।’ তিনি আরও বলেন, ‘একটি ছবি করার আগে তার পরিকল্পনা ঠিক করে করতে হয়। এ ক্ষেত্রে তার অভাব ছিল। শ্যুটিংয়েও সেই প্রভাব পড়ছিল। আমি দর্শককে হতাশ করতে চাই না। তাই এই বিষয়গুলি মিটিয়ে নিতে চাই।’ এ সময় জায়েদ খানের সঙ্গে হোটেলে সময় কাটানো নিয়ে তিনি বলেন, ‘কে আমাকে নিয়ে কী বলছে, তা নিয়ে আমি সত্যিই ভাবিত নই। কোনও সাফাই দেওয়ারও প্রয়োজন মনে করি না কারণ আমি জানি সত্যিটা কী। আর নায়ক-নায়িকা যদি ঘণ্টার পর ঘণ্টাও বসে থাকে, সমস্যা কোথায়?’ অথচ এর আগে গণমাধ্যমকে সায়ন্তিকা বলেছিলেন, ‘আমি এক জন পেশাদার শিল্পী। তাই এ রকম করার কথা ভাবতেই পারি না। মাইকেল আমার থেকে অনুমতি না নিয়েই হাত ধরে আমায় সরাতে গিয়েছিল। তখন আমি সকলের সামনেই বাধা দিই।’ ‘ছায়াবাজ’ ছবি পরিচালনার দায়িত্বে আছেন তাজু কামরুল। এ ছবির মাধ্যমে জায়েদ খানের সঙ্গে প্রথম জুটি বেঁধেছেন সায়ন্তিকা। এরইমধ্যে ‘টাইগার’ নামের আরও একটি ছবিতে চুক্তি বদ্ধ হয়েছেন তারা। ছবিটির পরিচালনার দায়িত্বে থাকবেন কামরুজ্জামান রোমান। ডেল্টা টাইমস্/সিআর/এমই |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |