সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
![]() সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সকালে ভৈরব বাসস্ট্যান্ড থেকে এই রোডমার্চ শুরু হয়। এদিকে রোডমার্চ পরবর্তী সমাবেশ সফল করতে বৃষ্টি উপেক্ষা করে সিলেটের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে সমবেত হচ্ছেন। বিকেল ৪টার পর থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে মাদ্রাসা মাঠে আসতে থাকেন নেতাকর্মীরা। সমাবেশে আসা কানাইঘাট উপজেলার বিএনপি কর্মী তরিকুল ইসলাম বলেন, আমরা সরকার পতনের এক দফা দাবিতে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে এসেছি। অবিলম্বে আমাদের দাবি মেনে নিয়ে সরকারকে পদত্যাগ করতে হবে। না হলে আমরা মাঠ ছেড়ে যাব না। সুনামগঞ্জের ছাত উপজেলার দোয়ারা থেকে আসা কবির হোসাইন বলেন, বিগত নির্বাচনের মতো এবার আর নির্বাচন করতে দেওয়া হবে না। আমরা আমাদের নেতা তারেক রহমানের ডাকে ঐক্যবদ্ধ আছি। যখনই যে ডাক দেওয়া হবে আমরা সেই ডাকে সাড়া দেব। সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। ডেল্টা টাইমস্/সিআর/এমই |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |