নেতাদের মুক্তির দাবিতে
ঢাকায় ২৮ অক্টোবর হেফাজতের ওলামা মাশায়েখ সম্মেলন
ডেল্টা টাইমস্ ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩, ৭:৩৬ পিএম আপডেট: ২১.০৯.২০২৩ ৭:৪৩ পিএম

হেফাজতের নবগঠিত কেন্দ্রীয় কমিটির প্রথম সভায় সভাপতির বক্তব্যে শাহ মুহিবুল্লাহ বাবুনগরী।

হেফাজতের নবগঠিত কেন্দ্রীয় কমিটির প্রথম সভায় সভাপতির বক্তব্যে শাহ মুহিবুল্লাহ বাবুনগরী।

‘হেফাজতে ইসলাম কোনো রাজনৈতিক দল নয়, জাতীয় ও আঞ্চলিক নির্বাচনে আমাদের কোনো প্রার্থিতা নেই৷ প্রোপাগান্ডা নেই। কোনো রাজনৈতিক দলের সঙ্গে আমাদের সংশ্লিষ্টতাও নেই। কাউকে ক্ষমতায় বসানো বা ক্ষমতা থেকে নামানো আমাদের কাজ নয়। হেফাজতের ব্যানারে কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করার কোনো সুযোগও নেই’।

বৃহস্পতিবার ( ২১ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ি জামিয়া ইসলামিয়া আজীজুল উলুম বাবুনগর মাদ্রাসায় হেফাজতের নবগঠিত কেন্দ্রীয় কমিটির প্রথম সভায় সভাপতির বক্তব্যে শাহ মুহিবুল্লাহ বাবুনগরী এসব বলেন।

বৈঠকে কারাবন্দী আলেমদের মুক্তি ও সব মামলা প্রত্যাহারের দাবিতে আগামী ২৮ অক্টোবর জাতীয় ওলামা মাশায়েখ সম্মেলনের ঘোষণা দেন মহাসচিব সাজেদুর রহমান।

বৈঠকে উপস্থিত ছিলেন সিনিয়র নায়েবে আমির মুফতি খলিলুর আহমাদ কাসেমী, নায়েবে আমির মাহফুজুল হক, সালাহ উদ্দিন নানুপুরী, মুফতি জসিম উদ্দিন, আবদুল আউয়াল, ড. আহমদ আব্দুল কাদের, মাওলানা সরোয়ার কামাল আজিজী, মাওলানা জুনায়েদ আল হাবীব, মাওলানা মহিউদ্দিন রাব্বানী, মাওলানা খুরশিদ আলম কাসেমী, মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী, মুফতী হাবীবুর রহমান কাসেমী, মুফতি মোবারক উল্লাহ, মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা ফজলুল করিম কাসেমী, মাওলানা আশরাফ আলী নিজামপুরী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মুফতী হারুন ইজহার, মাওলানা মীর ইদ্রিস, মাওলানা জালাল উদ্দিন, মাওলানা নাসির উদ্দিন মুনির, মুফতি মুহাম্মদ আলী, মুফতি কেফায়েতুল্লাহ আজহারী, অ্যাডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, মাওলানা আইয়ুব বাবুনগরী, মাওলানা আব্দুল কাইয়ুম সোবহানী, মাওলানা আতাউল্লাহ আমিন, মাওলানা জাকারিয়া নোমান।

মুহিব্বুল্লাহ বাবুনগরী আরো বলেন, ‘আলেম-ওলামাকে জেলে রেখে নির্যাতন ও অপদস্থ করলে আপনাদের কখনো কল্যাণ হবে না। আল্লাহ ছাড় দেন, কিন্তু ছেড়ে দেন না। আমি সরকারের নিকট দাবি করছি, হেফাজতের দায়িত্বশীল আলেম, মাওলানা মামুনুল হক, মুফতি মুনির হোসাইন কাসেমী, মুফতি মাহমুদ গুনবী, মুফতি ফখরুল ইসলাম ও মাওলানা রফিকুল ইসলাম মাদানীসহ জেলে বন্দী সব আলেম-ওলামাকে মুক্তি দিন। আর আলেমদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার করে দেশে পুনরায় আস্থা, স্থিতিশীলতা, ভালোবাসা ও বন্ধুত্বের পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানাচ্ছি’।


ডেল্টা টাইমস্/সিআর/এমই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com