সোমবার ৯ সেপ্টেম্বর ২০২৪ ২৫ ভাদ্র ১৪৩১

বাংলাদেশ-নিউজিল্যান্ডের প্রথম ওয়ানডে পরিত্যক্ত
ডেল্টা টাইমস্ ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩, ৮:৪৪ পিএম | অনলাইন সংস্করণ

বাংলাদেশ-নিউজিল্যান্ডের প্রথম ওয়ানডে পরিত্যক্ত

বাংলাদেশ-নিউজিল্যান্ডের প্রথম ওয়ানডে পরিত্যক্ত

গত কয়েকদিন ঢাকায় দফায় দফায় হয়েছে ভারী বৃষ্টি। এর ওপর বৃহস্পতিবার সকালে আকাশে রোদের দেখা মিললেও সঙ্গে ছিল মেঘের আনাগোনা। সবমিলিয়ে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের মধ্যকার প্রথম ম্যাচে ছিল ঝড়বৃষ্টির শঙ্কা। সেই শঙ্কাই হয়েছে সত্যি, বৃষ্টির বাগড়ায় পরিত্যক্ত হয়েছে প্রথম ওয়ানডে।

বিশ্বকাপের বাকি আর ১৪ দিন। অংশগ্রহণকারী অনেক দেশই বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করলেও এখন পর্যন্ত অপেক্ষায় বাংলাদেশ। স্কোয়াড ঘোষণার আগে শেষবার ক্রিকেটারদের যাচাই করার সুযোগ পাচ্ছে ক্রিকেট বোর্ড। নিউজিল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজে সেই প্রস্তুতিই সেরে নিতে চায় বাংলাদেশ। যদিও বৃষ্টির কারণে সেই প্রস্তুতির শুরুটা মনমতো হলো না বাংলাদেশের।

বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর)  মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৩৩.৪ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৬ রানের বেশি তুলতে পারেনি নিউজিল্যান্ড। এরপরই বৃষ্টির হানায় খেলা আর মাঠে গড়ায়নি। রাত ৮টা ২৬ মিনিটে আম্পায়াররা খেলা পরিত্যক্ত ঘোষণা করেন।

ম্যাচ শুরু হওয়ার আগে থেকেই ছিল বৃষ্টির সম্ভাবনা। নিউজিল্যান্ড ইনিংসের শুরুতেই বৃষ্টির হানা। প্রায় ২ ঘন্টা পর ওভার কমিয়ে শুরু হয় খেলা। ৪২ ওভারের ম্যাচে শুরুটা ভালো হয়নি নিউজিল্যান্ডের। দলীয় ১৪ রানের মাথায় মোস্তাফিজুর রহমানের ফুল লেন্থ ডেলিভারিতে কাট করতে গিয়ে উইকেটের পেছনে নুরুল হাসান সোহানের দুর্দান্ত ক্যাচে সাজঘরের পথ ধরেন ফিন অ্যালেন। ২০ বল খেলে ৯ রানের বেশি করতে পারেননি তিনি। এরপর রাউন্ড দ্য উইকেট থেকে অ্যাঙ্গেল করে বেরিয়ে যাওয়া বল খেলতে গিয়ে ফের সোহানের হাতে ধরা পড়েন আরেক ব্যাটার চ্যাড বোয়েস।

পরপর দুই ওভারে দুই উইকেট হারিয়ে বেশ চাপে পড়ে সফরকারীরা। যদিও উইল ইয়ং ও টম বান্ডেলের ৯৭ রানের অনবদ্য জুটি গড়ে চাপ সামাল দেন। কোনোভাবেই তাদের আউট করতে পারছিল না বাংলাদেশের বোলাররা। তবে দলীয় ১১৩ রানের মাথায় মোস্তাফিজুর রহমানের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন হেনরি নিকোলস। ৫৭ বলে ৪৪ রান করেন সাজঘরে ফেরেন তিনি।

এরপরই দ্রুতই আরও দুই উইকেট হারায় সফরকারীরা। দলীয় ১২৩ রানে জোড়া আঘাত হানেন নাসুম আহমেদ। শুরুতে ৯১ বলে ৫৮ করা উইল ইয়ং নাসুমের লাফিয়ে ওঠা বল সামনে এগিয়ে এসে খেলতে গেলে দ্রুতই স্ট্যাম্পড করতে ভুল করেননি সোহান।

এর দুই বল পরেই রাচীন রবীন্দ্র রানের খাতা খোলার আগেই এলবিডব্লিউ এর ফাঁদে পড়ে আউট হন। এরপরই দ্বিতীয় দফায় ফের বৃষ্টির হানা। দুই ঘন্টারও বেশি সময় অপেক্ষা করেও খেলা হওয়ার মতো পরিস্থিতি না হওয়ায় আম্পায়াররা ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন। সিরিজের দ্বিতীয় ওয়ানডে আগামী শনিবার (২৩ সেপ্টেম্বর) মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে।

সংক্ষিপ্ত স্কোর:

নিউজিল্যান্ড : ৩৩.৪ ওভারে ১৩৬/৫ (অ্যালেন ৯, ইয়ং ৫৮, চ্যাড ১, হেনরি ৪৪, বান্ডেল ৮*, রাচীন ০, কোলে ৮*; মোস্তাফিজুর ৭-১-২৭-৩, সাকিব ৫.৪-০-২৫-০, নাসুম ৮-৩-২১-২, মেহেদি ৭-০-২৭-০, মাহমুদউল্লাহ ৪-০-২১-০, সৌম্য ২-০-১৩-০)।



ডেল্টা টাইমস্/সিআর/এমই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com