বৃহস্পতিবার ৩০ নভেম্বর ২০২৩ ১৫ অগ্রহায়ণ ১৪৩০

বগুড়ার শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার মো. কামরুল হাসান
শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
প্রকাশ: বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩, ৯:০৬ পিএম | অনলাইন সংস্করণ

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৩-এর বগুড়া জেলা পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার নির্বাচিত হয়েছেন শেরপুর উপজেলা শিক্ষা অফিসার মো. কামরুল হাসান। 

প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ এর বাছাই কমিটি এ তালিকা প্রকাশ করে। কমিটির প্রধান ছিলেন বগুড়া জেলা প্রশাসক মো. সাইফুল ইসলাম। 

প্রাথমিক শিক্ষা পদক বাছাই কমিটি ২০২৩ এর জেলা কমিটির সদস্য সচিব ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আসাদুজ্জামান চৌধুরী স্বাক্ষরিত এক চূড়ান্ত তালিকায় এ তথ্য জানানো হয়।
বগুড়ার শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার মো. কামরুল হাসান

বগুড়ার শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার মো. কামরুল হাসান

সংশ্লিষ্টরা জানান, উপজেলা শিক্ষা অফিসার মো. কামরুল হাসান শেরপুর উপজেলায় যোগদানের পর থেকে এ উপজেলার প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে নানামূখী পদক্ষেপ গ্রহণ করে আসছেন। পেশাগত দায়িত্ব যথাযথ ভাবে পালনের পাশাপাশি ইনোভেশন কাজের মাধ্যমে প্রাথমিক শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় তাকে শ্রেষ্ঠ উপজেলা শিক্ষা অফিসার নির্বাচিত করা হয়। তার নির্দেশনায় ও নেতৃত্বে নতুন করে সেজেছে উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো। এর মাধ্যমে পাল্টে যাচ্ছে বিদ্যালয়ের পরিবেশ। আনন্দঘন পরিবেশে শিক্ষা নিচ্ছে শিশুরা।

এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসার মো. কামরুল হাসান তার অনুভূতি প্রকাশ করে বলেন, জেলায় শ্রেষ্ঠ শিক্ষা অফিসার হিসেবে নির্বাচিত হওয়া সত্যিই গর্বের ও আনন্দের। এই অর্জন আমার কাজকে আরও গতিশীল করবে। এ অর্জন শুধু আমার একার না এ অর্জন নাগেশ্বরীবাসীর সকলের। যারা আমার পরিশ্রম তথা আমার কাজকে মূল্যায়িত করেছেন, তাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। এই অর্জন আমার সম্মানিত শিক্ষকবৃন্দের যারা সবসময় সকল কাজে সার্বিক সহযোগিতা করে এই শ্রেষ্ঠত্ব এনে দিয়েছেন।

এর আগে বগুড়ার ধুনট উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের ‘সুন্দর হাতের লেখা’, ১১৩৫ জন শিক্ষক-শিক্ষিকা এবং দপ্তরীদের নির্ধারিত ইউনিফর্ম ও আইডি কার্ড পরিধান, উপজেলার ২০২ টি বিদ্যালয়ে বঙ্গবন্ধু বুক কর্ণার এবং সততা স্টোর স্থাপন, ৪২টি প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার নির্মাণসহ নানামুখী পদক্ষেপ গ্রহণ করায় জাতীয় শিক্ষা পদক ২০১৯-এ রাজশাহী বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছিলেন মো: কামরুল হাসান। 


ডেল্টা টাইমস্/শহিদুল ইসলাম শাওন/সিআর/জেড এইচ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com