যুক্তরাষ্ট্রের ভিসা নীতি প্রয়োগের ঘোষণা শিগগিরই হতে পারে
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
![]() যুক্তরাষ্ট্রের ভিসা নীতি প্রয়োগের ঘোষণা শিগগিরই হতে পারে একটি সূত্র জানিয়েছে, শুক্রবার (২২ সেপ্টেম্বর) বাংলাদেশের একটি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দেবেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। সেই সাক্ষাৎকারে এ সংক্রান্ত ঘোষণা আসতে পারে। তবে যাদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা দেওয়া হবে তাদের নাম প্রকাশ করা হবে না। ভিসা নিষেধাজ্ঞা প্রাপ্ততের ব্যক্তিগতভাবে তথ্য জানানো হবে। এর আগে চলছি বছরের ২৪মে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের জন্য নতুন ভিসা নীতির ঘোষণা করেন। এতে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনে দেশটির অব্যাহত নজরদারির বিষয়টি স্পষ্ট করেন। এতে বলা হয়, বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার জন্য দায়ী বা জড়িত বাংলাদেশিদের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র। একই সঙ্গে জড়িত ব্যক্তিদের পরিবারকেও ভিসা দেবে না যুক্তরাষ্ট্র। সূত্র: ঢাকাপোষ্ট ডেল্টা টাইমস্/সিআর/এমই |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |