মালদ্বীপ স্বেচ্ছাসেবক দলের কর্মীসভায় বাংলাদেশে নিরপেক্ষ নির্বাচনের দাবি
মো. ওমর ফারুক খোন্দকার, মালদ্বীপ প্রতিনিধি:
|
![]() মালদ্বীপ স্বেচ্ছাসেবক দলের কর্মীসভায় বাংলাদেশে নিরপেক্ষ নির্বাচনের দাবি স্বেচ্ছাসেবক দল মালদ্বীপ শাখার আয়োজনে শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে নয়টায় রাজধানী মালের ফুড-ব্যাংক রেস্তোরাঁয় আয়োজিত সভার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান জাহিন ও ভার্চ্যুয়াল সহযোগী ছিলেন মো. সেলিম হোসেন। ভার্চ্যুয়ালি যুক্ত ছিলেন সভার প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী। প্রধান বক্তা ছিলেন, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাজিব আহসান। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপ বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি ইয়ামিন আলী ও সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মালদ্বীপ শাখার প্রস্তাবিত সভাপতি মো. মাসুম মুন্নার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নুর নবী মানিক ও মাহফুজুর রহমানের পরিচালনায় সভায় বক্তারা বলেন, মানুষের দাবি বাস্তবায়নে সু-সংগঠিত উন্নয়ন এবং সমৃদ্ধির নিয়মতান্ত্রিক রজনৈতিক দল বিএনপি একটি নিরপেক্ষ নির্বাচন চায়। বর্তমান সরকার কর্তৃক সাধারণ মানুষের উপর যে নিপীড়ন চালিয়েছে তা থেকে বাংলার সাধারণ মানুষ আজ মুক্তি চায়। সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাংলাদেশে কেন্দ্রীয় ঘোষিত চলমান আন্দোলন সফল করতে নেতাকর্মীদের প্রতি আহ্বানও জানান তারা। এতে ভার্চ্যুয়ালি বক্তব্য রাখেন- স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির উদ্দীন আহমদ শাহীন, অমি ফেরদৌস, সেলিম হোসেন, আসলাম ফকির লিটন, মাকসুদুল হক চৌধুরী, সাইফুর খান হারুন, সাইফুল ইসলাম জুয়েল, এরশাদ হোসেন, মো. খোরশেদ আলমসহ আরও অনেকে। অনুষ্ঠানের শেষে মালদ্বীপে বসবাসরত স্বেচ্ছাসেবক দলের সকল নেতা-কর্মীদের সমন্নয়ে ত্যাগীদের মূল্যায়নের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মালদ্বীপ শাখার নবগঠিত কমিটির তালিকা করে কেন্দ্রে প্রেরণ করা হবে বলেও নেতাকর্মীদের আশ্বস্ত করেন উপস্থিত কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান জাহিন। সভায় মালদ্বীপ বিএনপির সহ-সভাপতি শাহ আলম, আলতাফ হোসেন, কামাল হোসেন, সিনিয়র যুগ্ম-সম্পাদক শরিফুল ইসলাম, শফিকুল ইসলাম, মাহমুদুল হাসান, প্রচার সম্পাদক খলিলুর রহমান, মো. ইয়াসিন, এনামুল হক, করিম রানা, দপ্তর সম্পাদক ও সহ-দপ্তর আবদুল মান্নান, খায়রুল আমিন, স্বেচ্ছাসেবক দল নেতা মো. মহিউদ্দিন ও হারুনর রশীদ, মো. ইসরাফিল, মো. হাসান সহ মালদ্বীপ বিএনপির অঙ্গ সংগঠনের ব্যাক্তিবর্গরা উপস্থিত ছিলেন। ডেল্টা টাইমস্/মো. ওমর ফারুক খোন্দকার/সিআর/এমই
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |