নারিকেলের ভর্তা তৈরির রেসিপি
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
![]() নারিকেলের ভর্তা তৈরির রেসিপি চলুন জেনে নেওয়া যাক রেসিপি- তৈরি করতে যা লাগবে কোরানো নারিকেল- ১/২ কাপ পেঁয়াজ কুচি- ৩ টেবিল চামচ শুকনা মরিচ- ৫টি বা ঝাল অনুযায়ী লবণ- পরিমাণমতো। যেভাবে তৈরি করবেন : প্রথমে একটি প্যানে শুকনা মরিচ তেলে ভেজে বা শুকনা টেলে নিন। এবার ব্লেন্ডারে বা পাটায় কোরানো নারিকেল, পেঁয়াজ, শুকনা মরিচ এবং লবণসহ সব একসঙ্গে বেটে নিন। ব্যস, তৈরি হয়ে গেল নারিকেলের ভর্তা। এবার এই ভর্তা গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন। ডেল্টা টাইমস্/সিআর/এমই |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |