বুধবার ২৯ নভেম্বর ২০২৩ ১৪ অগ্রহায়ণ ১৪৩০

আ.লীগ নেতাদের নামে চুরির মামলা
বেলকুচি থানা ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
প্রকাশ: রোববার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩, ৪:৫৯ পিএম | অনলাইন সংস্করণ

বেলকুচি থানা ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

বেলকুচি থানা ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

চুরির মামলায় আওয়ামীলীগ নেতাদের অভিযুক্ত করে আদালতে অভিযোগ পত্র দাখিল করায় সিরাজগঞ্জের বেলকুচি থানার ওসি খায়রুল বাশারকে প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

রোববার (২৪ সেপ্টেম্বর) দুপুরে বড়ধুল ইউনিয়নের মেহেরনগর গ্রামে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এলাকার নারী পুরুষসহ বিভিন্ন শ্রেনী পেশার বিপুল সংখ্যক মানুষ অংশ নেয়। মানববন্ধন চলাকালে বড়ধুল ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক জিন্নাহ মোল্লা, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারন সম্পাদক সোহেল মোল্লা, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক সৈয়দ মোল্লা, সহ-সভাপতি ঠান্ডু মিয়া ও আওয়ামী লীগ নেতা আবু সামা মোল্লা বক্তব্য রাখেন।

এসময় বক্তরা বলেন, গত ১৯ জুন যমুনা চরের মেহেরনগরে গরু চুরির সময় ফরিদুল ইসলাম ও ফারুক শেখ নামে দুই ব্যক্তিকে আটক করে পুলিশে দেয় এলাকাবাসি। পরে পুলিশ থানায় নিয়ে দেনদরবার শেষে বিশেষ সুবিধা গ্রহন করে তাদের ছেড়ে দেয়।

এই ঘটনার প্রতিবাদে ক্ষুব্ধ এলাকাবাসী প্রতিবাদী হয়ে ওঠে। পরবর্তীতে মেহেরনগর গ্রামের রুপচাঁন মোল্লার দায়ের করা অপর একটি চুরির মামলায় বড়ধুল ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক জিন্নাহ মোল্লা, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারন সম্পাদক সোহেল মোল্লাসহ ১৩ জনকে অভিযুক্ত করে গত ২৭ আগষ্ট আদালতে অভিযোগ পত্র দায়ের করে থানা পুলিশ।

এই মামলাটি মিথ্যা ও ষড়যন্ত্র মুলক বলে বক্তরা অভিযোগ করেন। এরই প্রতিবাদে বেলকুচি থানার ওসি খায়রুল বাশারকে প্রত্যাহার ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

তবে এ বিষয়ে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার জানান, গরু চুরি সন্দেহে এলাকাবাসী দুই যুবককে আটক করে পুলিশে দেয়। পরে তদন্ত করে দেখা যায় চুরির সাথে তাদের কোন সম্পৃক্ততা নেই। এজন্য তাদের ছেড়ে দেয়া হয়েছে। আর আওয়ামী লীগ নেতা জিন্নাহ মোল্লার সাথে তার চাচাতো ভাইদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। তদন্তে এই ঘটনার সঙ্গে তাদের জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। যে কারনে অভিযোগ পত্রে তাদের নাম এসেছে।



ডেল্টা টাইমস্/আবু মুছা/সিআর/এমই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com