লালবাগে মদিনা মিষ্টান্ন ভান্ডারে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
রাজধানীর লালবাগে মদিনা মিষ্টান্ন ভান্ডার নামে একটি মিষ্টির দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে। সোমবার (২৫ সেপ্টেম্বর) দুপুর ১টা ৩৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাকিবুল হাসান বলেন, আগুনটি মদিনা মিষ্টান্ন ভাণ্ডারের পাশে ডজ ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি মেটালাইজিং নামক একটি ভবনে (কারখানা, গোডাউন ও আবাসিক) লেগেছে। আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে সর্বশেষ আমাদের নয়টি ইউনিট কাজ করছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, পুরনো ভবনটির নিচ তলায় দোকান, দ্বিতীয় তলায় ক্যামিকেলের গোডাউন, তৃতীয় তলায় কিছু অংশে আবাসিক। ইতোমধ্যে নিরাপদে বাসিন্দাদের সরানো হয়েছে। লালবাগে মদিনা মিষ্টান্ন ভান্ডারে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট তিন তলা ভবনটির দ্বিতীয় তলায় জানালা ভেঙে পানি দিচ্ছে দমকল বাহিনী। আগুন যেন আশপাশে ছড়িয়ে পড়তে না পারে সে চেষ্টা করছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হয়, সোমবার (২৫ সেপ্টেম্বর) বেলা ১টা ৩৫ মিনিটে তারা আগুন লাগার খবর পান। এর ১০ মিনিটের মধ্যে তাদের একটি ইউনিট সেখানে ছুটে যায়। আগুনের তীব্রতা বেশি হওয়ায় পরে আরও সাতটি ইউনিট ঘটনাস্থলে যায়। আগুন লাগার পরপরই লালবাগ ও আজিমপুর এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। আগুনের সূত্রপাত সম্পর্কে ফায়ার সার্ভিস জানিয়েছে, ওই ভবনটিতে ক্যামিকেল ছিল। সেখান থেকেই আগুন লেগে তা ছড়িয়ে পড়েছে। আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কেও কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস। ডেল্টা টাইমস্/সিআর/এমই |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |