মার্কিন ভিসা নীতিতে আমরা বিচলিত নই: বিদায়ী প্রধান বিচারপতি
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
![]() মার্কিন ভিসা নীতিতে আমরা বিচলিত নই: বিদায়ী প্রধান বিচারপতি সোমবার (২৫ সেপ্টেম্বর) অবসরের যাওয়ার পূর্ব মুহূর্তে বিদায়ী প্রধান বিচারপতি এ কথা বলেন। এ সময় নব নিযুক্ত প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, আপিল বিভাগের বিচারপতি মো. বোরহান উদ্দিন, বিচারপতি এম. ইনায়েতুর রহিম, বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম প্রধান বিচারপতিকে বিদায় জানান। এর আগে নবনিযুক্ত প্রধান বিচারপতি ওবায়দুল হাসান আপিল বিভাগের বিচারপতিদের নিয়ে প্রধান বিচারপতির খাস কামরায় যান। এরপরই তাদেরকে সঙ্গে নিয়ে নিচে নেমে আসেন। বিদায় জানান সুপ্রিম কোর্ট প্রশাসনের কর্মকর্তারা। ডেল্টা টাইমস্/সিআর/এমই |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |