শিশু সন্তান হত্যার দায়ে বাবা আটক
সিরাজগঞ্জ প্রতিনিধি :
|
![]() শিশু সন্তান হত্যার দায়ে বাবা আটক মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে বেলকুচির সুবর্ণসাড়া মুচিবাড়ী গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জুনায়েদ হোসেন (২) শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। এ বিষয়ে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার জানান,দাম্পত্য কলহের জেরে স্ত্রীর ওপর অভিমান করে আলী মুন্সী নিজের ২ বছর বয়সী শিশুপুত্রকে গলায় গামছা পেচিয়ে হত্যা করে লাশ ঘরের পিছনের আড়ার ভিতরের গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে পালিয়ে যায় ঘাতক পিতা হযরত আলী। পরে সন্ধ্যা দিকে বেলকুচি উপজেলার সামনে থেকে হযরত আলি মুন্সিকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ছেলেকে হত্যার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় নিহত শিশুর মা লিপি খাতুন তার স্বামী হযরত আলীর বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল বাশার। ডেল্টা টাইমস/জাকির হোসাইন/সিআর
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |