সোমবার ৯ সেপ্টেম্বর ২০২৪ ২৫ ভাদ্র ১৪৩১

প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উদযাপন
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩, ২:৩৭ পিএম | অনলাইন সংস্করণ

.

.

নানা আয়োজনে ‘বিশ্ব ফার্মাসিস্ট দিবস-২০২৩’ উদযাপন করেছে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়। তিনদিনব্যাপী আয়োজনের প্রথম দিনে সোমবার (২৫ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের বনানী ক্যাম্পাস থেকে আনন্দর‌্যালি বের করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। দ্বিতীয় দিনে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

দেশের স্বাস্থ্য খাতে ফার্মাসিস্টদের অবদান ও জনসচেতনতা তৈরির লক্ষ্যে শেষ দিন অর্থাৎ আজ বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে বনানীর স্টার টাওয়ারের আইকিউএসি কনফারেন্স হলে আয়োজন করা হয় সেমিনারের।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. শুভময় দত্ত। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক ড. সিতেশ চন্দ্র বাছার।

প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের চেয়ারম্যান তসলিমা বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোল্যান্ডের একাডেমি অব ট্যুরিজম এন্ড হোটেল ম্যানেজমেন্টের স্বত্ত্বাধিকারী ও প্রেসিডেন্ট জ্যান জ্যাকারউইচ, প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ও ডিরেক্টর (ফাইন্যান্স এন্ড অ্যাকাউন্টস) শিপার আহমেদ এবং প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের উপদেষ্টা অধ্যাপক ড. এসকে. ফিরোজ উদ্দীন আহমেদ।   

সেমিনারে বক্তারা বলেন, চিকিৎসকদের মতো ফার্মাসিস্টরাও মহান পেশায় নিয়োজিত। চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতির সারথি হয়ে কাজ করছে ফার্মাসিস্টরা। এই সেক্টরে বাংলাদেশও দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে। স্বাধীন ঔষুধ নীতি প্রণয়নের ফলে বর্তমানে বাংলাদেশের ঔষুধ শিল্প বিশ্বের ১৬১ টি দেশে ঔষুধ রপ্তানি করছে। যা দেশের দ্বিতীয় রপ্তানি খাত হিসেবে পরিগণিত হচ্ছে।  

ডেল্টা টাইমস/সিআর/একে

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com