অভিগো ট্রাভেল ইনফ্লুয়েন্সার অ্যাওয়ার্ড ঘোষণা
নিজস্ব প্রতিবেদক :
|
![]() বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বুধবার (২৭ সেপ্টেম্বর) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শোভাযাত্রার মাধ্যমে বাংলাদেশের প্রথম পর্যটন ও পরিষেবা শিল্পের জন্য নিবেদিত এই অ্যাওয়ার্ড ঘোষণা করা হয়। ঘোষণা অনুষ্ঠান ও শোভাযাত্রায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণলায়ের মাননীয় সচিব ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের চেয়ারম্যান মো. মোকাম্মেল হোসেন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. রাহাত আনোয়ার, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আবু তাহের মোহাম্মদ জাবের, অভিগোর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাহমুদ এইচ খান ও অভিগো’র সহ-প্রতিষ্ঠাতারা। উদ্যোক্তারা জানান, বাংলাদেশের পর্যটন শিল্পের প্রচার ও পরিষেবায় বিশেষ অবদানের জন্য প্রতি বছর মোট ৫টি প্রধান বিভাগে ব্যক্তি ও প্রতিষ্ঠান মিলিয়ে সর্বমোট ৬০ টি অ্যাওয়ার্ড দেওয়া হবে। যার মধ্যে ভ্রমণ বিষয়ক কনটেন্ট নির্মাতাদের ২১ টি অ্যাওয়ার্ড এর জন্য সরাসরি দর্শক ভোটের মাধ্যমে বিজয়ী নির্বাচিত করা হবে। এছাড়া জুরি বোর্ডের মনোনয়নে বিভিন্ন সেবা ও উদ্ভাবনের জন্য ৩৯টি অ্যাওয়ার্ড প্রদান করা হবে। উদ্যোক্তারা জানিয়েছেন, আগামী ১৬ অক্টোবর থেকে অ্যাওয়ার্ড এর জন্য মনোনয়ন সংগ্রহ শুরু হবে। চলতি বছরের ডিসেম্বরে আনুষ্ঠানিকভাবে এই অ্যাওয়ার্ড প্রদান করা হবে। অভিগোর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মাহমুদ এইচ খান বলেন, অভিগো বাংলাদেশ সরকারের স্মার্ট বাংলাদেশ ভিশনের সাথে একাত্ম হয়ে স্মার্ট ট্যুরিজম নিয়ে কাজ করছে। আমরা বাংলাদেশের পর্যটনের বিকাশে ব্যাপক প্রচারণা ও অভ্যন্তরীণ পর্যটনে মানুষকে উদ্ভুদ্ধ করতে পর্যটন বিষয়ক উদ্যোক্তা, পেশাদার, কনটেন্ট ক্রিয়েটর ও ট্রাভেলারদের জন্য ট্রাভেল ইনফ্লুয়েন্সার অ্যাওয়ার্ড চালু করেছি। এই অ্যাওয়ার্ড প্রতি বছর প্রদান করবে অভিগো! বাংলাদেশে পর্যটন শিল্পের এই বিশেষায়িত অ্যাওয়ার্ড প্রথমবার চালু করেছে অভিগো। ইতোমধ্যে বিশ্ব পর্যটন সংস্থা (ইউএনডাব্লিউটো) এই অ্যাওয়ার্ড প্রোগ্রামকে স্বীকৃতি দিয়ে সহযোগি হিসেবে যুক্ত হয়েছে। সহযোগী হিসেবে আরও থাকছে আইসিটি ডিভিশনের আইডিয়া প্রজেক্ট, বাংলাদেশ পর্যটন করপোরেশন। পার্টনার হিসেবে আছে নেক্সক্রাফট, ট্রেডভেঞ্চার, ৩৬৫ ডিজিটাল, বেবিটিউব। মিডিয়া পার্টনার হিসেবে আছে দৈনিক যুগান্তর, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড ও ঢাকা পোস্ট। ডেল্টা টাইমস/তারিকুল ইসলাম/সিআর
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |