রোববার ১৩ অক্টোবর ২০২৪ ২৮ আশ্বিন ১৪৩১

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তা নিহত
চট্টগ্রাম প্রতিনিধি :
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩, ১:৩৯ পিএম | অনলাইন সংস্করণ

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তা নিহত

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তা নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় জাহিদ ইকবাল (৪৫) নামে এক পুলিশ পরিদর্শক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ৫ জন। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখীর নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্র এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহিদ ইকবালের বাড়ি যশোর সদর উপজেলার রামনগর গ্রামে। তিনি চুয়াডাঙ্গায় পুলিশের ডিএসবি শাখায় কর্মরত রয়েছেন। এর আগে তিনি ঠাকুরগাঁওয়ের রানীসংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসাবে কর্মরত ছিলেন। এ ঘটনায় জাহিদ ইকবালের বোন নার্গিস আক্তার গুরুতর আহত হয়েছে। তাকে চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি আহতদের পরিচয় পাওয়া যায়নি।

জানা গেছে, বৃহস্পতিবার সকালে নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রে এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে কালভার্টের সঙ্গে ধাক্কা দেয় একটি হাইচ গাড়ি। এসময় দ্রুতগতির একটি প্রাইভেটকার এসে হাইচ গাড়িটিকে ধাক্কা দেয়। এতে হাইসের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। আহত অবস্থায় জাহিদ ইকবাল ও তার বোন নার্গিস আক্তারকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক জাহিদ ইকবালকে মৃত ঘোষণা করেন এবং নার্গিস আক্তারকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।

যোগাযোগ করা হলে কুমিরা হাইওয়ে থানার ইনচার্জ মো. শাহাদাত হোসেন জানান, পুলিশ পরিদর্শক জাহিদ ইকবাল (৪৫) একটি কালো হাইচ গাড়ি নিয়ে তার আত্মীয়স্বজন সবাই মিলে ঢাকা থেকে বান্দরবান যাচ্ছিল। এসময় তাদের বহনকারী হাইস গাড়িটি নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্র এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে কালভার্টের সঙ্গে ধাক্কা লেগে গাড়ির সামনে অংশ দুমড়েমুচড়ে যায়। এসময় আরও একটি দ্রুতগতির প্রাইভেটকার এসে হাইস গাড়িকে ধাক্কা দেয়। হাইস গাড়িতে থাকা এক পুলিশ সদস্য নিহত হন এবং ৫ যাত্রী আহত হয়েছে।

তিনি আরও বলেন, নিহত এবং আহতরা সবাই ভাই-বোন, ভাগিনা-ভাগনি। নিহত জাহিদ ইকবালের মরদেহ এবং দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধার করে পুলিশে হেফাজতে নেওয়া হয়েছে। লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে জাহেদের মরদেহ হস্তান্তর করা হবে।


জানা গেছে, ২০০৫ সালে বাংলাদেশ পুলিশে সাব-ইন্সপেক্টর পদে যোগদান করেন জাহিদ ইকবাল। বিভিন্ন থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। সবশেষ চুয়াডাঙ্গা জেলা পুলিশের বিশেষ শাখায় (ডিএসবি) পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। তার স্ত্রী কুষ্টিয়া জেলা পুলিশের পরিদর্শক হিসেবে কর্মরত রয়েছেন। অবশ্য তিনি ওই মাইক্রোবাসে ছিলেন না।


ডেল্টা টাইমস/দিদারুল আলম/সিআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com