বৃহস্পতিবার ৩০ নভেম্বর ২০২৩ ১৫ অগ্রহায়ণ ১৪৩০

ক্লাইমেট অ্যাকশন চ্যাম্পিয়নদের নিয়ে মার্কিন দূতাবাসের আয়োজন
ডেল্টা টাইমস ডেস্ক :
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৩, ৬:৪৭ পিএম | অনলাইন সংস্করণ

ক্লাইমেট অ্যাকশন চ্যাম্পিয়নদের নিয়ে মার্কিন দূতাবাসের আয়োজন

ক্লাইমেট অ্যাকশন চ্যাম্পিয়নদের নিয়ে মার্কিন দূতাবাসের আয়োজন

বায়ুর মান উন্নত করতে ভারত, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান এবং বাংলাদেশের ৫০ উদ্যমী তরুণ জলবায়ুকর্মীদের নিয়ে ক্লাইমেট অ্যাকশন চ্যাম্পিয়ন্স নেটওয়ার্ক (CACN) বাংলাদেশ আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) জেনল্যাবের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করে ঢাকার মার্কিন দূতাবাস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

ভারত, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান এবং বাংলাদেশের ৫০ উদ্যমী তরুণ এই অঞ্চলে বায়ুর মান উন্নত করা নিয়ে আলোচনা করতে এক হয়েছিল। ক্লাইমেট অ্যাকশন চ্যাম্পিয়নস নেটওয়ার্ক (CACN) হলো ডিপার্টমেন্ট অফ স্টেটের অর্থায়নে আঞ্চলিক একটি উদ্যোগ। যার লক্ষ্য এই অঞ্চলে জলবায়ু সংক্রান্ত কর্মকাণ্ড চালানোর জন্য তরুণ নেতৃত্বকে প্রশিক্ষণ দেওয়া ও ক্ষমতায়ন করা।

ঢাকায় এই আয়োজনে, ভারতীয় উপমহাদেশে বায়ু দূষণ মোকাবিলায় অংশগ্রহণকারীদের বিভিন্ন পরামর্শ এবং সুযোগ সম্পর্কে জানাতে যোগ দেন বাংলাদেশ ও আঞ্চলিক জলবায়ু ও পরিবেশ বিশেষজ্ঞরা ।


যুক্তরাষ্ট্র জলবায়ু সংকট মোকাবিলায় প্রতিশ্রুতিবদ্ধ। বাইডেন প্রশাসন সম্প্রতি আমেরিকান ক্লাইমেট কর্পস এবং অন্যান্য উদ্যোগ চালু করেছে। এসব উদ্যোগ তরুণদের পরিবেশবান্ধব পরিচ্ছন্ন শক্তি, সংরক্ষণ এবং জলবায়ু সহনশীলতার দক্ষতা প্রশিক্ষণে নিবেদিত। যা জলবায়ু সংকটকে মোকাবিলা করবে। জলবায়ু সংকটকে প্রশমন এবং অভিযোজন পদ্ধতির মাধ্যমে মোকাবিলা করার লক্ষ্যে বিভিন্ন প্রকল্পে সহায়তা দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ইউএসএআইডি বাংলাদেশ ।

ক্লাইমেট অ্যাকশন চ্যাম্পিয়নস নেটওয়ার্ক (CACN) পাঁচটি দেশের আঞ্চলিক উদ্যোগ, যা তরুণ নেতাদের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় এবং নিজ দেশে টেকসই উন্নয়নের জন্য তাদের প্রচেষ্টায় প্রশিক্ষণ ও সমর্থন দিতে তৈরি করা হয়েছে। নেটওয়ার্কটি পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ মোকাবিলায় সহযোগী শক্তি এবং অভিন্ন দৃষ্টিভঙ্গির প্রমাণ।



ডেল্টা টাইমস/সিআর



« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com