বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির আহবায়ক কমিটির
ডেল্টা টাইমস ডেস্ক :
|
বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির নবগঠিত আহবায়ক কমিটির পক্ষ থেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। শুক্রবার (১৭ নভেম্বর) ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন সমিতি আহ্বায়ক কমিটির সদস্য সচিব মো. আবদুস সালামের নেতৃত্বে কমিটির সদস্যবৃন্দ। পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে বৈরী আবহওয়া উপেক্ষা করে নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করতে উপস্থিত হন। এই কর্মসূচিতে উপস্থিত হয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন কমিটির সদস্য দাউদুর রহমান জুয়েল, তাজুল ইসলাম গোলাম মোস্তফা মিল্টন, জাহাঙ্গীর হোসেন, মোখতারুল আলম, ওয়ালি উল্লাহ মিয়া, মো. ফয়সাল আহমেদ, মো. আশরাফ মিয়া, মো. আবুল কালাম, মোরশেদ আলম, হুমায়ুন কবির হিমু, লোবনা নাদিয়া লোপা ও মো. হুমায়ুন কবির প্রমুখ। ডেল্টা টাইমস/সিআর
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |