মঙ্গলবার ৮ অক্টোবর ২০২৪ ২৩ আশ্বিন ১৪৩১

ডেঙ্গুতে একদিনে মৃত্যু ৩, আক্রান্ত ৯৭১
ডেল্টা টাইমস্ ডেস্ক:
প্রকাশ: রোববার, ২৬ নভেম্বর, ২০২৩, ৭:১০ পিএম | অনলাইন সংস্করণ

ডেঙ্গুতে একদিনে মৃত্যু ৩, আক্রান্ত ৯৭১

ডেঙ্গুতে একদিনে মৃত্যু ৩, আক্রান্ত ৯৭১

দেশে একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৯৭১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে; এ সময়ে মৃত্যু হয়েছে তিনজনের।

এ নিয়ে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৮ হাজার ১৬৭ জন। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫৯৮ জনে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ভর্তি রোগীদের মধ্যে ২১৭ জন ঢাকা মহানগরে এবং ৭৫৪ জন দেশের অন্যান্য হাসপাতালে ভর্তি হয়েছে।

গত এক দিনে যারা মারা গেছেন, তাদের মধ্যে ঢাকায় মৃত্যু হয়েছে ১ জনের এবং ঢাকার বাইরে এই সংখ্যা ২।

এ বছর ভর্তি রোগীদের মধ্যে ঢাকায় ১ লাখ ৭ হাজার ৭৯ জন এবং ঢাকার বাইরের বিভিন্ন জেলায় ১ লাখ ১ হাজার ৮৮ জন। ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ৯২৬ জনের মৃত্যু হয়েছে ঢাকায়। বাকি ৬৭২ জন ঢাকার বাইরে বিভিন্ন হাসপাতালে মারা গেছে।

রোববার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন ৩ হাজার ৫৯৫ জন রোগী। তাদের মধ্যে ১০১৭ জন ঢাকায় এবং ২ হাজার ৫৭৮ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।

মাসের হিসাবে, ডেঙ্গু আক্রান্ত হয়ে জানুয়ারিতে হাসপাতালে ভর্তি হয়েছে ৫৬৬ জন, ফেব্রুয়ারিতে ১৬৬ জন, মার্চে ১১১ জন, এপ্রিলে ১৪৩ জন, মে মাসে এক হাজার ৩৬ জন, জুনে ৫ হাজার ৯৫৬ জন, জুলাইয়ে ৪৩ হাজার ৮৭৬ জন, অগাস্টে ৭১ হাজার ৯৭৬ জন, সেপ্টেম্বরে ৭৯ হাজার ৫৯৮ জন এবং অক্টোবরে ৬৭ হাজার ৭৬৯ জন হাসপাতালে ভর্তি হয়। ২৬ নভেম্বর পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৬ হাজার ৯৯২ জন রোগী।

জানুয়ারিতে ৬ জন, ফেব্রুয়ারিতে ৩ জন, এপ্রিলে ২ জন, মে মাসে ২ জন, জুনে ৩৪ জন, জুলাইয়ে ২০৪ জন, অগাস্টে ৩৪২ জন, সেপ্টেম্বরে ৩৯৬ জন এবং অক্টোবরে ৩৫৯ জনের মৃত্যু হয়। নভেম্বরের ২৬ দিনে মৃত্যু হয়েছে ২৫০ জনের।


ডেল্টা টাইমস্/সিআর/এমই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com