এমবাপ্পের গোলে রক্ষা পেল পিএসজি
ডেল্টা টাইমস্ ডেস্ক:
|
ঘরের মাঠে একের পর এক আক্রমণ করেও জালের দেখা পাচ্ছিলো না পিএসজি। অপরদিকে গোল পেয়ে জয়ের সুবাস পাচ্ছিল নিউক্যাসল ইউনাইটেড। যদিও শেষ পর্যন্ত আর পেরে ওঠেনি তারা। কিলিয়ান এমবাপ্পের পেনাল্টি গোলে ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে ফরাসিদের। মঙ্গলবার (২৮ নভেম্বর) দিবাগত রাতে চ্যাম্পিয়ন্স লিগের ‘এফ’ গ্রপে নিউক্যাসলের সঙ্গে ১-১ ব্যবধানে ড্র করে পিএসজি। প্রথমার্ধে নিউক্যাসলকে আলেক্সান্দার ইসাক এগিয়ে নেওয়ার পর শেষ মুহূর্তে পিএসজিকে হার থেকে বাঁচান এমবাপ্পে। প্রথম দেখায় নিউক্যাসল বড় জয় পেলেও দ্বিতীয় দেখায় পিএসজি আক্রমণের ঢেউ তোলে। বেশ কয়েকটি ভালো সুযোগও পায় তারা, তবে কাজে লাগাতে পারছিল না। ২৪তম মিনিটে উল্টো এগিয়ে যায় সফরকারীরা। বক্সের বাইরে থেকে আলমিরনের শট দোন্নারুম্মা ঝাঁপিয়ে ঠেকালেও ফিরতি শটে জাল খুঁজে নেন ইসাক। বিরতির পর আরও আক্রমণাত্ম খেলতে থাকে পিএসজি। তবে নিউক্যাসলের রক্ষণের কাছে বারবার পরাস্তই হচ্ছিলো তারা। নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ের আট মিনিটে পেনাল্টি পায় পিএসজি। সফল স্পট কিকে দলকে সমতায় ফেরান এমবাপ্পে। একই সময়ে শুরু হওয়া আরেক ম্যাচে এসি মিলানকে ৩-১ গোলে হারিয়ে ‘এফ’ গ্রুপ থেকে প্রথম দল হিসেবে শেষ ষোলোর টিকিটি নিশ্চিত করেছে বরুসিয়া ডর্টমুন্ড। ৫ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। দ্বিতীয় দল হিসেবে পরের ধাপে যাওয়ার সুযোগ আছে বাকি তিন দলের সামনেই। ৭ পয়েন্ট নিয়ে পিএসজি দুইয়ে আছে। সমান ৫ পয়েন্ট নিয়ে নিউক্যাসল তিনে, মিলান চারে আছে। ডেল্টা টাইমস্/সিআর/এমই |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |