সৌদি আরবে বিদ্যুৎস্পৃষ্টে বাংলাদেশি যুবক নিহত
ডেল্টা টাইমস ডেস্ক :
|
সৌদি আরবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. তারেক মিয়া (২৫) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। সোমবার (১১ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় রাজধানী রিয়াদের আল কুরাইশ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত্যুর খবর নিশ্চিত করেছেন সৌদি আরবে কর্মরত নিহত তারেকের চাচাতো ভাই আল আজান। নিহত তারেক নরসিংদীর রায়পুরা উপজেলার শ্রীনগর ইউনিয়নের মুর্শিদাবাদ এলাকার আব্দুল হেকিমের ছেলে।কুরাইশ এলাকার আল রিফাত কম্পানিতে কাজ করতেন তিনি। আল আজান জানান, সৌদি আরবের কুরাইশ এলাকার একটি দোতলা ভবনে থাকতেন মো. তারেক মিয়া। সোমবার রাতে সেখানে বৃষ্টি হয়। ভবনটিতে বিদ্যুৎ সরবরাহের জন্য নিচে জেনারেটর চালু ছিল। সেই জেনারেটরের তারের মাধ্যমে ভবনটির লোহার সিঁড়িতে বিদ্যুৎ ছড়িয়ে পড়ে। রাতে সিঁড়ি বেয়ে নামার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান তারেক। পরে সহকর্মীরা উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পারিবারিক সূত্র জানায়, আড়াই বছর আগে সংসারের চাকা ঘুরাতে সৌদি আরবে পাড়ি জমান তারেক। সেখানে আল রিফাত নামে একটি কম্পানিতে কাজ করতেন তিনি। মৃত্যুর কয়েকদিন আগে পরিবারের সঙ্গে শেষ কথা হয়েছিল তারেকের। বিদেশের মাটিতে এমন মৃত্যুতে পরিবারটিতে চলছে শোকের মাতম। লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা চেয়েছেন নিহত তারেকের বাবা আব্দুল হেকিম। ডেল্টা টাইমস/সিআর
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |