পাকিস্তানের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার একাদশ ঘোষণা
ডেল্টা টাইমস ডেস্ক:
|
২০২১ সালে মেলবোর্নে বক্সিং ডে টেস্টে রাজকীয় অভিষেক হয়েছিল স্কট বোল্যান্ডের। মিচেল স্টার্ক, প্যাট কামিন্সের সঙ্গে পেস আক্রমণে তার ধারালো বোলিংয়ে কুপোকাত হয়েছিল ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে মাত্র ৭ রান দিয়ে ৬ উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার অ্যাশেজ সিরিজ নিশ্চিত করেন। ধারণা করা হচ্ছিল, পাকিস্তানের বিপক্ষে একই ভেন্যুতে দ্বিতীয় টেস্টে তাকে ফেরানো হবে। কিন্তু অস্ট্রেলিয়ার পেস আক্রমণের ‘বিগ থ্রি’ কামিন্স, স্টার্ক ও জশ হ্যাজেলউড ফিট থাকায় তাকে অপেক্ষায় থাকতে হচ্ছে। পার্থ টেস্টের একাদশ নিয়ে বক্সিং ডেতে মাঠে নামার কথা নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। তবে পাকিস্তান পরিবর্তন আনতে যাচ্ছে।
পার্থে ৩৬০ রানের বিশাল জয়ে এই পেসত্রয়ীর সঙ্গে স্পিনার নাথান লায়নের অবদানও ছিল অনেক। প্রত্যেকেই ফিট, তাই একই দল নিয়ে মাঠে নামার অপেক্ষায় কামিন্স। বোল্যান্ডকে অবশ্য আশা দিয়ে রাখলেন, ‘আমরা স্কটির বড় ভক্ত। আমার মনে হয় না সেটা গোপন কিছু। একই (ফাস্ট) বোলিং লাইন আপ নিয়ে টানা সাত টেস্ট ম্যাচ খেলা খুবই বিরল, মাঝেমধ্যে চোট বা এরকম কিছু হয়ে থাকে। কোনও কিছু ঘটলে সে নামার জন্য প্রস্তুত। আমি নিশ্চিত কোনও একটা সময় সে খেলবে।’ মেলবোর্ন টেস্টের জন্য ১২ জনের স্কোয়াড নিশ্চিত করেছে পাকিস্তান। চূড়ান্ত একাদশ ঘোষণা করবে তারা আগামীকাল টসের সময়। পাঁজরের ইনজুরিতে সিরিজ থেকে ছিটকে গেছেন পেসার খুররাম শাহজাদ। তাতে অন্তত একটি পরিবর্তন যে আসতে যাচ্ছে, সেটা আগেভাগে নিশ্চিত ছিল। এই সফরের স্কোয়াডে থাকা দুই বিশেষজ্ঞ স্পিনার নোমান আলী অ্যাপেন্ডিসাইটিস ও আবরার আহমেদ পায়েল ইনজুরিতে পরের ম্যাচ খেলতে পারছেন না। তাতে অফস্পিনার সাজিদ খানের জন্য দরজা খুলে যাচ্ছে। অভিজ্ঞ উইকেটকিপার সরফরাজ আহমেদ পার্থ ও ভিক্টোরিয়ান একাদশের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচে ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি। তাই তাকে বাদ দিয়ে উইকেটকিপার মোহাম্মদ রিজওয়ানকে ফেরানো হয়েছে। ভিক্টোরিয়ান একাদশের বিপক্ষে হাফ সেঞ্চুরি করেন তিনি। পেস আক্রমণে ধার বাড়াতে মীর হামজা বা হাসান আলীর মধ্যে যে কেউ সুযোগ পেয়ে যেতে পারেন। অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, উসমান খাজা, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ, ট্র্যাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি (উইকেটকিপার), মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), নাথান লায়ন, জশ হ্যাজেলউড। পাকিস্তান দ্বাদশ: ইমাম উল হক, আব্দুল্লাহ শফিক, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), সালমান আগা, শাহীন আফ্রিদি, হাসান আলী, মীর হামজা, আমির জামাল, সাজিদ খান। ডেল্টা টাইমস/সিআর/জেএইচ |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |