কারা হেফাজতে বিএনপি নেতার মৃত্যু
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
|
কাপাসিয়া বিএনপি নেতা সফিউদ্দিন (৭৪) কারা হেফাজতে মৃত্যুবরণ করেছেন। গতকাল সোমবার (২৫ ডিসেম্বর) বিকেল ৩টায় পুলিশ হেফাজতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আজ মঙ্গলবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় গাজীপুর জেলা কারাগারের জেল সুপার মো. আনোয়ারুল করিম জানান, কারাবন্দি হাজতি গতকাল সোমবার (২৫ ডিসেম্বর) বিকেল ৩টায় মারা গেছে। মারা যাওয়ার আগে তাকে গাজীপুর জেলা কারাগার থেকে কেরানীগঞ্জ কারাগারে পাঠানো হয়। মৃত সফিউদ্দিনের ছেলে মো. সোহেল আরো জানায়, গত ২৬ অক্টোবর দিবাগত রাতে কাপাসিয়া থানা-পুলিশ আমার বাবাকে ডোয়াইপাখুরীর নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। পরে ২০২২ সালের ১৬ নভেম্বর তারিখের একটি পুরনো বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে গাজীপুর আদালতে পাঠায়। থানা-পুলিশ ওই সময় তার ১০ দিনের রিমান্ড চায়। অসুস্থ ও বয়োবৃদ্ধ বাবাকে আদালত জামিন এবং রিমান্ড না দিয়ে কারাগারে পাঠান। তিনি দীর্ঘদিন শ্বাসকষ্ট ও হৃদরোগ জনিত কারণে কারাগারের হেফাজতে গাজীপুর সদর ও ঢাকা মেডিকেলে কয়েক দফা চিকিৎসাধীন ছিলেন। তিনি আরও জানান, সর্বশেষ গত ১০ দিন আগে অসুস্থ হয়ে পড়লে কেরানীগঞ্জ কারাগার থেকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে প্রেরণ করা হয়। পরিবার সদস্যরা জানায়, কারাগার কর্তৃপক্ষ জানিয়েছেন, কারা তত্ত্বাবধানে একজন ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্ত শেষে আমাদের কাছে লাশ হস্তান্তর করবে। গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান জানান, মৃত সফিউদ্দিন কাপাসিয়া দুর্গাপুর ইউনিয়নের রাওনাট পূর্বপাড়া ডোয়াইপাখুরি ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন। প্রবীণ এই ৭৪ বছর বয়সী প্রাক্তন শিক্ষক সফিউদ্দিন পুলিশ হেফাজতে সোমবার বিকাল তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বিএনপি এই নেতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তিনি। ঢাকা কেন্দ্রীয় কারাগার ডেপুটি জেলার ( ভর্তি শাখা ইনচার্জ) সৈয়দ হাসান আলী জানান, আইনগত প্রক্রিয়া শেষে সফিউল মাস্টারের মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে। তিনি বলেন, সফিউল মাস্টারকে গাজীপুর জেলা কারাগার থেকে অসুস্থ অবস্থায় আমাদের এখানে পাঠানো হয়েছিল। ডেল্টা টাইমস/আকরাম হোসাইন/সিআর/জেএইচ |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |