কুড়িগ্রামে জলবায়ু অভিযোজনে যুব ক্ষমতায়ন উদ্যোগ ‘ইউঅ্যাডাপ্ট’ শুরু
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩, ১:০৩ পিএম

কুড়িগ্রামে জলবায়ু অভিযোজনে যুব ক্ষমতায়ন উদ্যোগ ‘ইউঅ্যাডাপ্ট’ শুরু

কুড়িগ্রামে জলবায়ু অভিযোজনে যুব ক্ষমতায়ন উদ্যোগ ‘ইউঅ্যাডাপ্ট’ শুরু

ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের জন্মদিন এবং রাজ্যাভিষেক উদ্‌যাপনের জন্য সংবর্ধনা অনুষ্ঠানের অনুদানে কুড়িগ্রামে স্থানীয় নেতৃত্বের অভিযোজন ত্বরান্বিত করতে যুব ক্ষমতায়ন উদ্যোগ ‍‘ইউঅ্যাডাপ্ট’ শুরু হয়েছে। ব্রিটিশ কাউন্সিলের সাথে অংশীদারিত্বে এ উদ্যোগ হাতে নিয়েছে পরিবেশবাদী যুব নেটওয়ার্ক ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস।  

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) জেলা শহরের আলমাস কমিউনিটি সেন্টারে ব্রিটিশ কাউন্সিলরের সহযোগিতায় দিনব্যাপী এ যুব ক্ষমতায়ন প্রকল্পের উদ্বোধনী কর্মশালার প্রধান অতিথি ছিলেন যাত্রাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ আব্দুল গফুর।

কুড়িগ্রামের চর এলাকা বিশেষ করে চর ইয়ুথনেটের পিছিয়ে রাখা তরুণদের ক্ষমতায়িত করার মাধ্যমে জলবায়ু ঝুঁকি হ্রাসে স্থানীয় পর্যায়ের অ্যাডভোকেসি, অভিযোজন, যুব নেতৃত্বে জলবায়ু সুবিচার প্রচারাভিযান এবং চর সম্মেলন আয়োজনে সহায়তা করবে এই যুব নেতৃত্বের প্রকল্প।

কর্মশালায় অংশগ্রহণকারী রুবাইয়া জান্নাত বলেন, এই কর্মশালাটির মাধ্যমে জলবায়ু পরিবর্তন এবং তরুণ-তরুণীরা কীভাবে স্থানীয় পর্যায়ে নেতৃত্ব দিতে পারে তা শিখেছি।

প্রকল্পটির মাধ্যমে কুড়িগ্রামের ৩ হাজার তরুণ-তরুণীকে সম্পৃক্তকরণ এবং তাদের জ্ঞান, দক্ষতা এবং নেতৃত্ব বিকাশে বিশেষায়িত প্রশিক্ষণ, জলবায়ু অধিবেশন, কমিউনিটি রেডিও অনুষ্ঠান আয়োজন করা হবে আয়োজক সূত্র জানিয়েছে।

কর্মশালায় ইয়ুথনেটের নির্বাহী সমন্বায়ক সোহানুর রহমান জানান, জলবায়ু পরিবর্তন এবং প্রাকৃতিক দুর্যোগ বিশেষ করে বন্যার কারণে কুড়িগ্রামের সবচাইতে বিপদাপন্ন। গত বছর বন্যা পরবর্তী সময়ে আমাদের সংগঠন চরের মানুষের পুনর্বাসনে নানামুখী কার্যক্রম গ্রহণ করে। ফলশ্রুতিতে সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের একটি চরকে ‌‘চর ইয়ুথনেট’ নামকরণ করে এলাকাবাসীসহ স্থানীয় ইউনিয়ন পরিষদ।  

তিনি আরো বলেন, ‘চরের মানুষের মধ্যে নিজস্ব একটি শক্তি আছে। বিশেষ করে দুর্জয় তারুণ্যের অদম্য শক্তি। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সেই শক্তিকে কাজে লাগাতেই আমরা এই ‌‘‘ইউঅ্যাডাপ্ট’’ প্রকল্প হাতে নিয়েছি।

তিনি আরো জানান, 'ঢাকায় ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের জন্মদিন এবং রাজ্যাভিষেক উপলক্ষ্যে সংবর্ধনা অনুষ্ঠান থেকে প্রাপ্ত অনুদান দিয়ে আমরা এই প্রকল্পটি প্রণয়ন করেছি যাতে জলবায়ু পরিবর্তনের কারণে সবচাইতে ক্ষতিগ্রস্ত মানুষকে সহায়তা করা যায়। রাজা চার্লস যুব, কমিউনিটি, টেকসই ব্যবস্থা এবং বৈচিত্র্যের বিষয়ে একজন দৃঢ় সমর্থক। আমরা তাকে এই উদ্যোগের মাধ্যমে শ্রদ্ধা জানাই।'

প্রধান অতিথি হিসেবে যাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ আবদুল গফুর বলেন, 'কখনো অসময়ে প্রলয়ংকরী বন্যা কিংবা খরা। আবার কখনো আগাম শীতের প্রকোপ আমাদের নিত্যসঙ্গী। কুড়িগ্রাম সদরের ব্রহ্মপুত্র নদ বিধৌত যাত্রাপুর ইউনিয়নের দুর্ভোগ সবচেয়ে বেশি। কেননা পরিষদের ৯টি ওয়ার্ডের মধ্যে আটটি ওয়ার্ডই  চর এলাকা। চরাঞ্চলে নদীভাঙন লেগেই থাকে। প্রতিবছর কয়েক’শ বাড়ি ভেঙে যায়। কোনো পরিবারকে বছরে কয়েকবার বাড়ি পাল্টিয়ে অন্যত্র আশ্রয় নিতে হয়। আমাদের চরের মানুষের যেমনি দুঃখ–দুর্দশার গল্পগাঁথা, তেমনি আমাদের রয়েছে  স্বপ্ন ও আকাঙ্ক্ষা।' 

তিনি আরো বলেন, 'আমাদের উন্নয়ন পরিকল্পনার মধ্যে তরুণ এবং জলবায়ু  সুবিচারের বিষয়টি প্রাধান্য দিতে হবে। স্থানীয় নেতৃত্বের জলবায়ু অভিযোজনের মূল সহায়ক হচ্ছে ইউনিয়ন পরিষদ। ‘ইউঅ্যাডাপ্ট’ প্রকল্পটির মাধ্যমে এলাকার তরুণ তরুণীরা জলবায়ু  অভিযোজন  পরিকল্পনা গ্রহণ করবে এবং তা বাস্তবায়নে আমরা সার্বিক সহযোগিতা প্রদান করব। পরিকল্পিত এবং সমন্বিত উদ্যোগেই গড়ে উঠবে জলবায়ু সহনশীলতা, হ্রাস পাবে ক্ষয়ক্ষতি।

কর্মশালায় উপস্থিত ছিলেন ইয়ুথনেটের সমন্বায়ক সুজন মোহন্ত, প্রোগ্রাম কো-অর্ডিনেটর এস জেড অপু এবং আরিফুর রহমান শুভ সহ সাংবাদিক, শিক্ষক, ইউপি সদস্য এবং বিভিন্ন যুব সংগঠনের ৩০ জন সদস্য।

ডেল্টা টাইমস/সিআর/জেএইচ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com