সেন্টমার্টিনগামী জাহাজ চলাচল বন্ধ
ডেল্টা টাইমস ডেস্ক:
|
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ৬, ৭ ও ৮ জানুয়ারি সেন্টমার্টিনগামী জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। এছাড়া দেশের এই প্রবাল দ্বীপের হোটেল-মোটেলের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়েছে।
শনিবার (৩০ ডিসেম্বর) বিকেলে কক্সবাজার জেলা পর্যটন সেলের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেছেন। মাসুদ রানা বলেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামী ৬, ৭ ও ৮ জানুয়ারি সেন্টমার্টিনগাজী জাহাজ চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সেখানকার হোটেল-মোটেলের বিষয়ে এখনও চূড়ান্তভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে খুব দ্রুত বিষয়টি জানানো হবে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নির্বাচন উপলক্ষে নির্বাচনের আগের দিন, ভোটগ্রহণের দিন ও ভোটের পরের দিন সেন্টমার্টিনের হোটেল-মোটেলগুলো বন্ধ রাখা হবে। আজ শনিবার সন্ধ্যায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। নির্বাচনকালীন বহিরাগতদের চলাচল বন্ধ থাকবে সেহেতু ৬ জানুয়ারি রাত ১২টা থেকে ৮ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত কক্সবাজারের সব হোটেল-মোটেল ও গেস্ট হাউসও বন্ধ থাকবে। টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে ৮টা পর্যটকবাহী জাহাজ চলাচল করছে। ডেল্টা টাইমস/সিআর/জেএইচ |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |