নামাজে নারীদের হাত ঢেকে রাখা জরুরি?
ডেল্টা টাইমস ডেস্ক:
|
অনেকে মনে করেন নামাজ পড়ার সময় নারীদের হাতের পাতার পিঠও ঢেকে রাখা জরুরি। এ ধারণা সঠিক নয়। বিশুদ্ধ মত অনুযায়ী হাতের পাতার পেট ও পিঠ কোনোটিই নারীদের জন্য নামাজের সময় ঢেকে রাখা জরুরি নয়।
নামাজের সময় নারীদের মুখমণ্ডল, কবজি পর্যন্ত দুই হাত ও টাখনু পর্যন্ত পা ঢেকে রাখা জরুরি নয়। এ ছাড়া পূর্ণ শরীর ঢেকে রাখা ফরজ। পুরুষের নাভির নিচ থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখা ফরজ। অন্যান্য অঙ্গ অনাবৃত থাকলে নামাজ হয়ে যাবে, তবে বিনা কারণে মাথা, পেট-পিঠ, হাতের কনুই খোলা রেখে নামাজ পড়া পুরুষের জন্য মাকরুহ। নামাজে যে অঙ্গগুলো ঢাকা ফরজ সে অঙ্গগুলোর কোনোটির চার ভাগের এক ভাগ বা এর বেশি যদি তিন তাসবিহ পরিমাণ সময় খোলা থাকে, তাহলে নামাজ ভেঙে যাবে। ডেল্টা টাইমস/সিআর/জেএইচ |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |