জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের চেইন টানেন মোহাম্মদ আলী
ডেল্টা টাইমস ডেস্ক:
|
বেনাপোল এক্সপ্রেস ট্রেনের ‘চ’ বগির পেছনের বগিতে ভাঙ্গা থেকে দাঁড়িয়ে আসছিলাম। এদিকে মানুষজন চিল্লাই (চিৎকার) উঠছে, আগুন ধরছে, আগুন ধরছে বলে। তাকিয়ে দেখি কোচ ধোঁয়াতে অন্ধকার হয়ে গেছে। পরে আমি কোচের পেছন দিকে যেতে লাগলে মানুষজন বললো ভাই তাড়াতাড়ি নেমে যান আগুন লাগছে৷
তখন আমার মাথায় বুদ্ধি এলো—চেইন টান দিতে হবে। তখন ধোঁয়ার কারণে চেইন আর খুঁজে পাই না। পরে মানুষের ভিড় ঠেলে আরেক বগিতে গিয়ে চেইন ধরে টান দিলাম, তখন ট্রেন থামলো। শুক্রবার (৫ জানুয়ারি) রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে লাগা আগুনের ঘটনার বিবরণ এভাবেই দিচ্ছিলেন দায়িত্বরত পুলিশের কন্সটেবল মোহাম্মদ আলী৷ নিজের জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের চেইন টানার বিষয়টি ভিডিও বার্তায় জানান মোহাম্মদ আলী। তিনি বলেন, তখন ট্রেন থেকে বের হবার পথে প্রচুর মানুষ দেখে আমি উপায় না পেয়ে জানালা দিয়ে নামতে চেষ্টা করি। জানালা দিয়ে নামতে গিয়ে এক পা ভেতর থেকে গেলে আমি ঝুলন্ত অবস্থার মধ্যে পড়ে যাই৷ পরে জুতা ফেলে বের হয়ে এসেছি৷ শুক্রবার (৫ জানয়ুারি) রাত ৯টা ৪৫ মিনিটে রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে ৮টি ইউনিটের চেষ্টায় রাত ১০টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। দুর্বৃত্তদের দেওয়া এ আগুনে চারজন নিহত হয়েছেন বলে জানা গেছে। ডেল্টা টাইমস/সিআর/জেএইচ |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |