সমাজকল্যাণমূলক কাজে ডিসিদের সহায়তা চেয়েছি: দীপু মনি
ডেল্টা টাইমস ডেস্ক:
|
আমাদের যেসব সমাজকল্যাণমূলক কাজ জেলা পর্যায় পরিচালনা করা হয় সেগুলোর সঙ্গে ডিসিরা সরাসরি জড়িত। তাই আমাদের প্রতিষ্ঠানগুলো যাতে আরো ভালোভাবে চলে সেজন্য জেলা প্রশাসকদের কাছে সহায়তা চাওয়া হয়েছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনি। রোববার (৩ মার্চ) রাতে ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলন ২০২৪ এর প্রথম দিনের চতুর্থ অধিবেশনে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের কার্য অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। এসময় যুব ও ক্রিয়া মন্ত্রী নাজমুল হাসান পাপন ও মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন (রিমি) উপস্থিত ছিলেন। ডিসিদের কাছ থেকে কী ধরনের পরিকল্পনা এসেছে আর বৃদ্ধ নিবাস করার পরিকল্পনা বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে দীপুমনি বলেন, জেলা প্রশাসকরা যে প্রস্তাব দিয়েছেন তাদের মধ্যে রয়েছে ছোটমনি নিবাস, কিশোর সংশোধনাগার, বৃদ্ধনিবাস স্থাপন। সেই বিষয়ে আমাদের যে পরিকল্পনা আছে সেগুলো নিয়ে কথা বলেছি। তিনি বলেন, আরো কিছু সুনির্দিষ্ট প্রস্তাব ছিলো যেমন যারা ভাতা ভুগি আছেন সেই ভাতা ভোগীদের পরিবারে যেনো কোনো বাল্য বিয়ে না হয় এরকম একটা শর্ত দিয়ে দেয়া, যাতে বাল্য বিবাহ হলে ভাতা আর পাবে না। এটা বাল্য বিবাহ নিরসনে করা। এছাড়া এতিম খানায় যে বাচ্চাটি এতিম সেটি সুনির্দিষ্ট ভাবে নিশ্চিত করার জন্য পিতার মৃত্যুর অনলাইন সনদ বাধ্যতামূলক করা। পাশাপাশি ভাতার পরিমাণ বৃদ্ধি করা, ৮০ বছরের ঊর্ধ্বে যারা তাদের জন্য বয়স্কভাতার মধ্যে আরো একটা ক্যাটাগরি করা এধরনের নানান প্রস্তাব এসেছে ডিসিদের কাছ থেকে। এসব বিষয়ে কথা হয়েছে। তিনি বলেন, আমাদের যেসব কাজ জেলা পর্যায় পরিচালনা হয় সেগুলোর সঙ্গে ডিসিরা সরাসরি জড়িত। তাই আমাদের প্রতিষ্ঠানগুলো যাতে আরো ভালোভাবে চলে সেজন্য তাদের কাছে সহায়তা চাওয়া হয়েছে। বৃদ্ধ নিবাসের বিষয়ে তিনি বলেন, আমাদের যে শান্তি নিবাস রয়েছে, স্থাপিত হয়েছে সেগুলো শিঘ্রই চালু করতে পারবো। একই সঙ্গে পরীক্ষামূলকভাবে আমাদের প্রবীন দিবা কেন্দ্র করার কাজ শুরু করেছি। এরকম আমাদের কিছু উদ্যোগ রয়েছে সেগুলো তাদের কাছে তুলে ধরেছি এবং মতামত নিয়েছি। একই সঙ্গে তাদের সহযোগুতা চেয়েছি। বয়স্কভাতাসহ সরকারের যেসকল কর্মসূচি রয়েছে সেগুল নিয়ে স্বচ্ছতার ঘাটতি রয়েছে সেগুলো নিয়ে কি কোনো আলোচনা হয়েছে জানতে চাইলে দীপু মনি বলেন, এসব কাজে যাতে স্বচ্ছতা থাকে বলা হয়েছে। যারা বা যাদের পাওয়ার কথা তারা যেন পায়। সে বিষয়ে তাদের সহযোগিতা চাওয়া হয়েছে। এরআগে সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে চার দিনের জেলা প্রশাসক(ডিসি) সম্মেলন-২০২৪ এর উদ্বোধন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর কার্যালয় সম্পর্কিত কার্য-অধিবেশনে আন্তর্জাতিক বাজারে রপ্তানিযোগ্য পণ্য বহুমুখীকরণ, চামড়াজাত শিল্পের উন্নয়ন ও চামড়া রপ্তানির বিষয়ে গুরুত্ব দেওয়া, রোজার মাস সামনে রেখে তেল, চিনি ও চালের দাম নিয়ন্ত্রণ, প্রকল্প বাস্তবায়নে ভূমি অধিগ্রহণের বিষয়টি দ্রুত নিষ্পত্তি করা এবং সার্বজনীন পেনশন স্কিম বাস্তবায়ন ত্বরান্বিত করার বিষয়ে আলোচনা হয়েছে বলে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জানানো হয়েছে। এবারের সম্মেলনের আলোচ্যসূচিতে থাকছে ৩৫৬ প্রস্তাব। প্রস্তাবগুলোর জনসেবা বৃদ্ধি, জনদুর্ভোগ হ্রাস করা, রাস্তাঘাট ও ব্রিজ নির্মাণ, পর্যটনের বিকাশ, আইন-কানুন বা বিধিমালা সংশোধন, জনস্বার্থ সংক্ষণের বিষয়গুলো অগ্রাধিকার ভিত্তিতে করা হয়েছে। এর মধ্যে সর্বোচ্চ ২২টি প্রস্তাব পড়েছে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ থেকে। এবারের ডিসি সম্মেলনে প্রথমবারের মতো সাবেক মন্ত্রিপরিষদ সচিবরা বিভাগীয় কমিশনার ও ডিসিদের কাছে তাদের অভিজ্ঞতা তুলে ধরবেন ও প্রয়োজনীয় পরামর্শ দেবেন। ডেল্টা টাইমস্/সিআর/এমই |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |