রাতের আধারে উত্তরা প্রেস ক্লাবের রড চুরি, থানায় অভিযোগ
ডেল্টা টাইমস ডেস্ক:
|
উত্তরা প্রেস ক্লাবের উন্নয়নের নামে আনা অনুদান আত্মসাতসহ ক্লাবের রাখা ২.৮ টন রড এবং ক্লাবের ফার্ণিচার চুরির অভিযোগ উঠেছে সাবেক কমিটির সভাপতি মো. বদরুল আলম মজুমদার (৪৫) সিনিয়র সহ-সভাপতি আলাউদ্দিন আল আজাদ, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির, অর্থ সম্পাদক ফরিদ আহমেদ নয়নের বিরুদ্ধে। এ ঘটনায় ক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক ইনকিলাবের উত্তরা সংবাদদাতা মো. মাসুদ পারভেজ বুধবার বিকালে রাজধানীর তুরাগ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার বিকেল ৪টায় উত্তরা প্রেস ক্লাব প্রাঙ্গণে চুরির ঘটনা নিয়ে সাধারণ সভা ডাকা হয়। সভায় সময়মত সকল সদস্য উপস্থিত হন। পরে ক্লাবে গিয়ে দেখা যায় ক্লাবের দরজাসহ প্রতিটা জানালা কাঠ এবং বাঁশ দিয়ে আটকে রাখা হয়। যাতে করে সাধারণ সভা অনুষ্ঠিত হতে না পারে। পরে সভায় উপস্থিত সদস্যদের সম্মতিতে চোর চক্রের বিরুদ্ধে তুরাগ থানায় চার জনকে অভিযুক্ত করে একটি অভিযোগ করেন ক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ। এবিষয়ে তুরাগ থানার অফিসার ইনচার্জ বলেন, আমরা অভিযোগ পেয়েছি, তদন্ত করে দোষিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ বিষয়ে সংগঠনের প্রতিষ্ঠাতা আহবায়ক কাজী রফিক বলেন, বদরুল রাতের আধারে কাউকে কিছু না বলে রড বিক্রি করে অপরাধ করেছে। এ ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে মামলা হওয়া দরকার।
ডেল্টা টাইমস/সিআর/একে |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |