প্রতারকের ফাঁদে ৪ লাখ টাকা খোয়ালেন ব্যবসায়ী
সারোয়ার জাহান রাজিব, আঞ্চলিক প্রতিনিধি (ময়মনসিংহ)
প্রকাশ: শনিবার, ২৯ জুন, ২০২৪, ৮:৪১ পিএম

প্রতারকের ফাঁদে ৪ লাখ টাকা খোয়ালেন ব্যবসায়ী

প্রতারকের ফাঁদে ৪ লাখ টাকা খোয়ালেন ব্যবসায়ী

ভালো মানের আইসক্রিম ফ্যাক্টরির সাথে কথা বলে স্বল্প মূল্যে আইসক্রিম কিনে দেওয়ার কথা বলে এক আইসক্রিমের ডিলারকে ময়মনসিংহের নান্দাইলে এনে মারধর করে চার লাখ সাত হাজার টাকা ছিনিয়ে নেয় প্রতারকচক্র। বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে এ ঘটনা ঘটলে পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে আজ শনিবার ছয় প্রতারকের বিরুদ্ধে মামলা নেয়।
গ্রেপ্তারকৃত তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর বিষয়টি নিশ্চিত করে নান্দাইল মডেল থানার ওসি আব্দুল মজিদ বলেন, প্রতারণার শিকার ব্যবসায়ী নুরুল আমীনকে ডেকে এনে অভিযোগ নিয়ে মামলা নথিভুক্ত করা হয়। ঘটনার সঙ্গে জড়িত শরীফ, বাবু ও রাসেলকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

স্থানীয় সূত্র ও মামলার এজাহার থেকে জানা যায়, হবিগঞ্জের বানিয়াচং উপজেলার দোকানীটুলা গ্রামের আব্দুল নুর মিয়ার ছেলে নুরুল আমীন (৪২) নিজ এলাকার পোলার আইসক্রিমের ডিলার। জেলার বিভিন্ন উপজেলার বাজারে পোলার আইসক্রিম এবং স্থানীয়ভাবে তৈরি আইসক্রিম বিক্রি করে থাকেন। এরই মধ্যে পরিচয় হয় একই কোম্পানির গাড়িচালক জাকিরের (৩০) সঙ্গে। জাকির নুরুল আমীনকে জানান, তার পরিচিত একজন আইসক্রিম ব্যবসায়ী আছেন ময়মনসিংহের নান্দাইলে। তিনি সেখানে উন্নতমানের আইসক্রিম তৈরি করেন।
বড় কারখানাও আছে। গুণেমানে আইসক্রিম ভালো হলেও দাম সাধ্যের মধ্যে। তার সঙ্গে তাকে ব্যবসা করার জন্য প্রস্তাব দেন জাকির। এই প্রস্তাবে রাজি হয়ে আইসক্রিম আনতে দিনক্ষণ ঠিক হয়।

এ অবস্থায় গত বৃহস্পতিবার নান্দাইলের মোয়াজ্জেমপুর ইউনিয়নের বন্দেরপাড়ায় নুরুলকে নিয়ে যান জাকির। সেখানে আগে থেকেই অবস্থান করছিলেন সুমন মিয়া (২৫), মাখন মিয়া (৩৮), রাসেল মিয়া বাবু (২৮) ও শরীফ মিয়া (২৭)। পরে তারা নুরুল আমীনের কাছ থেকে জোর করে চার লাখ সাত হাজার টাকা ও মোবাইল হাতিয়ে নিয়ে মারধর করেন। এক পর্যায়ে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে তাকে তাড়িয়ে দেন। পরে তিনি এলাকার লোকজনের কাছে বিচার চাইলেও কোনো কাজে আসেনি।

পুলিশ জানায়, ঘটনা জানতে পেরে পুলিশ ওই দিনই ঘটনাস্থলে গিয়ে সত্যতা পায়। পরবর্তীতে প্রতারণার শিকার ব্যবসায়ী নুরুল আমীনকে ডেকে এনে অভিযোগ নিয়ে মামলা নথিভুক্ত করে ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার করে।

ডেল্টা টাইমস/সিআর/একে

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬০, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com