কোটা সংস্কার আন্দোলন
ব্যারিকেড ভেঙে শাহবাগে কোটাবিরোধীদের অবস্থান
নিজস্ব প্রতিবেদক:
|
সরকারি সকল গ্রেডের চাকরিতে কোটাকে নূন্যতম পর্যায়ে এনে সংস্কারের দাবিতে শাহবাগে পুলিশের ব্যারিকেট ভেঙে ফেলেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। এ সময় আন্দোলনরত শিক্ষার্থী ও পুলিশ মুখোমুখি অবস্থান করতে দেখা যায়। বৃহস্পতিবার (১১ জুলাই) বিকেল ৫টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল নিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। সেখানে পুলিশের ব্যারিকেট ভেঙে মিছিলটি হোটেল ইন্টারকন্টিন্যান্টালের দিকে অগ্রসর হয়। এ সময় শিক্ষার্থীদের গো ব্যাক স্লোগানে শাহবাগ থেকে সাঁজোয়া যান এপিসি ও জলকামান সরাতে বাধ্য হচ্ছে পুলিশ। এরআগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মিছিল নিয়ে শাহবাগ অবরোধ করেন। মিছিলটি ঢাবির কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে ডাকসুর সামনে দিয়ে মুহসীন হল হয়ে নীলক্ষেত প্রদক্ষিণ করে রাজু ভাষ্কর্য মোড় থেকে শাহবাগে অবস্থান করে। প্রসঙ্গত, গত পাঁচই জুন নবম থেকে ১৩তম গ্রেডের সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য ৩০ শতাংশ কোটা পদ্ধতি বাতিলের সরকারি সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে রায় দিয়েছিল হাইকোর্ট। কয়েকজন মুক্তিযোদ্ধার সন্তানের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে ওই রায় দেয়া হয়েছিল। এর প্রতিবাদ জানিয়ে কোটা সংস্কারের দাবিতে ১১তম দিনের মত কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। ডেল্টা টাইমস/সিআর
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |