শনিবার ৭ সেপ্টেম্বর ২০২৪ ২৩ ভাদ্র ১৪৩১

বগুড়ার শেরপুরে ট্রাক চাপায় একই পরিবারের তিনজনসহ ৪ যাত্রী নিহত
শহিদুল ইসলাম শাওন, শেরপুর (বগুড়া):
প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪, ৮:৪০ পিএম | অনলাইন সংস্করণ

বগুড়ার শেরপুরে ট্রাক চাপায় সিএনজি অটোরিকশায় থাকা একই পরিবারের ৩ যাত্রীসহ সিএনজি চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ জুলাই) রাত ৮টার পর উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের ঢাকা বগুড়া মহাসড়কর শেরুয়া বটতলার (মোহনা চাউল বাছাই মিল) ফিসারী অফিস গেট এলাকায় দূর্ঘটনা ঘটে।
বগুড়ার শেরপুরে ট্রাক চাপায় একই পরিবারের তিনজনসহ ৪ যাত্রী নিহত

বগুড়ার শেরপুরে ট্রাক চাপায় একই পরিবারের তিনজনসহ ৪ যাত্রী নিহত

নিহতরা হলেন-সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বাসাইল গ্রামের ওলিউজ্জামানের ছেলে আরিফুল ইসলাম (৩২), তাঁর স্ত্রী মৌসুমী আক্তার (২৫), ছেলে সায়মুন হোসেন (৪) ও সিএনজি চালক একই জেলার তাড়াশ উপজেলার সেলুন গ্রামের পর্বত সেখের ছেলে মো. নাসিম (৩০)। এই ঘটনায় আহতরা হলেন- শেরপুর উপজেলার ছোনকা গ্রামের আফছার আলীর ছেলে গোলাম হোসেন (৫০) ও রায়গঞ্জ সদর উপজেলার কাওছার আলী (২৩)।

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ সৈয়দ আবুল হাসেম এই তথ্য নিশ্চিত করে বলেন, ঢাকাগামী একটি চালবোঝাই ট্রাক শেরুয়া বটতলার (মোহনা চাউল বাছাই মিল) ফিসারী অফিস গেট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিএনজি চালিত অটোরিকসার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একই পরিবারের ৩ জনসহ মোট ৪ জন নিহত হন। নিহতদের লাশ স্থানীয় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ও হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রয়েছে। এছাড়া দুর্ঘটনা কবলিত ট্রাক ও সিএনজি চালিত অটোরিকসা উদ্ধারের চেষ্টা চলছে বলে জানান তিনি।

এই ঘটনায় অটোরিকশার আরো দুইজন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদেরকে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।


ডেল্টা টাইমস্/শহিদুল ইসলাম শাওন/সিআর/জেড এইচ 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com