বগুড়ার শেরপুরে ছুরিকাঘাতে আহত রিক্সা শ্রমিককে নগদ অর্থ প্রদান
শহিদুল ইসলাম শাওন, শেরপুর (বগুড়া):
|
বগুড়ার শেরপুর রেজিস্ট্রি অফিস বাজারে সন্ত্রাসী কর্তৃক ছুরিকাঘাতে আহত রিক্সা শ্রমিক সদস্য মো: আলাল উদ্দিন বগুড়া মেডিকেলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ১৩ জুলাই শনিবার দুপুরে তার উন্নত চিকিৎসার জন্য তার পরিবারের কাছে নগদ অর্থ তুলে দেয়া হয়েছে। শেরপুর উপজেলা রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ কারিমুল ইসলাম এ অর্থ প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন শেরপুর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ গোলাম হোসেন, শেরপুর উপজেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ মোঃ নজরুল ইসলাম ফকির, পৌর আওয়ামীলীগ নেতা মোঃ আব্দুল গাফফার, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মুন্সি হাবিবুর রহমান, রিক্সা ভ্যান শ্রমিক ইউনিয়নের নেতা মোঃ আব্দুল জলিল সুমন, আরিফুর রহমান আরিফ, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা খোকাসহ অত্র শ্রমিক ইউনিয়নের নেতা নিজাম, ফারুক, হাবিল, বনি, জুয়েল, মোকা উপস্থিত ছিলেন। ডেল্টা টাইমস্/শহিদুল ইসলাম শাওন/সিআর/জেড এইচ
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |