খুবিতে শিক্ষকদের তীব্র প্রতিবাদ: শিক্ষার্থী হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবি
খুবি প্রতিনিধি:
|
কোটা আন্দোলনকে কেন্দ্র করে চলমান সহিংসতা ও হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষকরা। বৃহস্পতিবার (১ আগস্ট) বেলা সাড়ে ১১ টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ক্যাম্পাসের হাদী চত্বরে মানববন্ধন করে এ প্রতিবাদ জানান। এর আগে শিক্ষকেরা মুখে ও মাথায় লাল কাপড় বেঁধে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন। এই লাল কাপড় সহিংসতার প্রতিবাদ এবং শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনার আহ্বান জানানোর প্রতীক হিসেবে ব্যবহৃত হয়। খুবিতে শিক্ষকদের তীব্র প্রতিবাদ: শিক্ষার্থী হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের দাবি শিক্ষকরা বলেন, স্বাধীনতার পরে এমন নারকীয়তা আর কখনো দৃশ্যমান হয়নি। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানিরা ঘরে ঢুকে জিজ্ঞেস করত মুক্তিযুদ্ধারা আছে নাকি আর এখন আমাদের টাকায় পালিত পুলিশ জিজ্ঞেস করে হলে ছাত্ররা আছে নাকি। ছাত্রদের অনৈতিক ভাবে ধরে নিয়ে যাওয়া সাহস তারা দেখাচ্ছে কোথা থেকে? এই বিষয়টা আমাদের খোঁজ নিয়ে দেখা দরকার। মানববন্ধনে আর্টিটেকচার ডিসিপ্লিনের ড. অনির্বাণ মুস্তাফা বলেন, এ প্রজন্মকে আমি স্যালুট জানাই। কারণ এই প্রজন্ম আমাকে শিখিয়েছে দাসত্বের শৃঙ্খল কিভাবে ভাঙতে হয়। এক্ষেত্রে আমার ছাত্ররাই আমার শিক্ষক ।আমি এখানে বিচারের দাবি নিয়ে আসিনি কারণ রাষ্ট্র যখন গুলি করে তখন বিচার পাওয়া যায় না। মানববন্ধনে বক্তব্যকালে আরেক শিক্ষক বলেন, আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করছি এবং এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের বিচারের জোর দাবি জানাচ্ছি। পাকিস্তান আমলে লুঙ্গি খুলে ধর্ম যাচাই করা হতো আর এখন মোবাইল দেখে রাজনৈতিক আদর্শ বিচার করা হচ্ছে। তাহলে পার্থক্য কোথায়? ছাত্রদের ম্যাচ ও বাসায় যেয়ে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে। ইঁদুরের মত ফাঁদ পেতে গ্রেপ্তার করা হচ্ছে। এসবের তীব্র প্রতিবাদ জানাচ্ছি। উল্লেখ্য, গতকালের (৩১ জুলাই) আন্দোলনে
খুলনা বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থীসহ খুলনার প্রায় শতাধিক শিক্ষার্থীকে
আটক করেছে পুলিশ। আন্দোলনে পুলিশের লাঠিচার্জ, টিয়ারগ্যাস নিক্ষেপ, রাবার
বুলেট ও ফাঁকা গুলি ছোড়ার ঘটনায় অনেকে গুরুতর আহত হয়। ডেল্টা টাইমস/সিআর
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |