কোটা সংস্কার আন্দোলনে
শহীদ মুগ্ধের স্মরণে ‘কুআ ওয়েলফেয়ার ফান্ড’ এর নামকরণ
খুবি প্রতিনিধি
|
খুলনা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন (কুআ) ও ম্যাথ অ্যালামনাই অ্যাসোসিয়েশন (খুবি) যৌথভাবে শনিবার (২ আগস্ট) কোটা সংস্কার আন্দোলনে শহীদ মীর মুগ্ধের পরিবারের সাথে সাক্ষাৎ করেন। এই সাক্ষাতে শহীদ মীর মুগ্ধের পরিবারের মানসিক শক্তি ও ন্যায়বোধে অনুপ্রাণিত হয়ে কুআ সিদ্ধান্ত নেয় যে তাদের চলমান ওয়েলফেয়ার ফান্ডের নাম 'কুআ শহীদ মুগ্ধ ওয়েলফেয়ার ফান্ড' রাখা হবে। শহীদ মীর মুগ্ধের পরিবার কুআ এর এই প্রস্তাবে সম্মতি জানান। প্রসঙ্গত, 'কুআ ওয়েলফেয়ার ফান্ড' দীর্ঘদিন যাবত খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের কল্যাণে ব্যবহৃত হয়ে আসছে। এই ফান্ডের মাধ্যমে আর্থিকভাবে অসচ্ছল অ্যালামনাই ও বর্তমান ছাত্রছাত্রীদের আর্থিক সহযোগিতা, অ্যালামনাইদের চিকিৎসায় সহযোগিতা এবং অন্যান্য কল্যাণমূলক কাজ করা হয়ে থাকে। কোটা সংস্কার আন্দোলনের শহীদ মীর মুগ্ধের স্মরণে এই ফান্ডের নামকরণ 'কুআ শহীদ মুগ্ধ ওয়েলফেয়ার ফান্ড' করায় কুআ এর পক্ষ থেকে বলা হয়, "ন্যায় ও মানবতার জন্য শাহাদাত বরণ করলে একটি পরিবার শোককে শক্তিতে পরিণত করে।" মীর মুগ্ধ খুলনা বিশ্ববিদ্যালয়ের ম্যাথ ১৯ ব্যাচের অ্যালামনাই ছিলেন এবং তাঁর স্মরণে এই নামকরণ সকলের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে। এই উদ্যোগে শহীদ মীর মুগ্ধের পরিবারের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় এবং ভবিষ্যতে তাদের পাশে থাকার অঙ্গীকার করা হয়। ডেল্টা টাইমস/সিআর |
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |