মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪ ২ আশ্বিন ১৪৩১

সরকারের পদত্যাগের পর ফেসবুকে যা বলছেন ক্রিকেটাররা
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: সোমবার, ৫ আগস্ট, ২০২৪, ৯:৪৩ পিএম | অনলাইন সংস্করণ

সরকারের পদত্যাগের পর ফেসবুকে যা বলছেন ক্রিকেটাররা

সরকারের পদত্যাগের পর ফেসবুকে যা বলছেন ক্রিকেটাররা

টানা একমাসের আন্দোলনের পর বাংলাদেশের ক্ষমতা থেকে সরে দাঁড়ালেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা। 

সোমবার (৫ আগস্ট) তিনি দেশত্যাগ করেন। আর দেশত্যাগ করার আগে ক্ষমতা হস্তান্তর করে যান তিনি। এরপরই ঢাকা পরিণত হয় উৎসবের নগরীতে। গণভবন কিংবা সংসদ ভবনে প্রবেশ করেছে আনন্দমুখর জনতা। 

সাধারণ এই জনতার আনন্দ উৎসবের আমেজ দেখা গিয়েছে দেশের ক্রিকেটারদের মধ্যেও। জাতীয় দলের পেসার এবাদত হোসেন চৌধুরী নিজের ফেসবুকে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ আজ স্বাধীন।’ ইংরেজিতে লেখা সেই স্ট্যাটাসে হুমড়ি খেয়ে পড়েছেন ক্রিকেট ভক্তরা। লাল সবুজের জার্সিতে উদযাপনের ভঙ্গিতে ছবি পোস্ট করেছেন দলের আরেক পেসার শরিফুল ইসলাম। 

জাতীয় দলের আশেপাশেই আছেন আফিফ হোসেন ধ্রুব। সরকার পতনের পরেই সম্মান জানিয়েছেন ছাত্রদের সম্মিলিত শক্তিকে। স্যালুটের ইমোজির পাশাপাশি ব্যবহার করেছেন বাংলাদেশের পতাকাও। আনন্দের রেশ দেখা গিয়েছে আরেক অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজের পোস্টে। লিখেছেন ‘আলহামদুলিল্লাহ, স্বাধীন। জাতীয় পতাকার সঙ্গে লিখেছেন শুভ বিজয়।’ 

বাংলাদেশ টেস্ট দলের সাবেক অধিনায়ক মুমিনুল হক চৌধুরীকেও দেখা গিয়েছে আনন্দ উদযাপন করতে। লিখেছেন, ‘বিজয়ের আনন্দে ভাসছে দেশ। আলহামদুলিল্লাহ।’ 

এদিনই দ্বিতীয়বারের মতো বাবা হয়েছেন পেসার রুবেল হোসেন। আজ (সোমবার) নিজের ফেসুবক পোস্টে তিনি নিজেই জানিয়েছেন এই খবর। সেখানে রুবেল লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আজ এই স্বাধীন দেশে কন্যা সন্তানের বাবা হলাম।’


ডেল্টা টাইমস/সিআর/এমই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com