মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪ ২ আশ্বিন ১৪৩১

দেশের ক্রীড়াঙ্গনে এত দিন যেটা হয়নি সেটা এবার হবে
ডেল্টা টাইমস ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪, ১১:৩৪ এএম | অনলাইন সংস্করণ

নাজমুল আবেদীন ফাহিম। ফাইল ছবি

নাজমুল আবেদীন ফাহিম। ফাইল ছবি

আমরা যদি সত্যি আন্তর্জাতিকভাবে ক্রীড়াঙ্গনে ভালো করতে চাই, খুব পেশাদার চিন্তাভাবনা আমাদের থাকা প্রয়োজন। যাঁরা পরিচালনার দায়িত্বে থাকবেন, তাঁদের স্বচ্ছতা অনেক জরুরি। ভালো-মন্দের দায়ভার নেওয়ার মতো মানসিকতা থাকা খুব জরুরি, যেটা আমরা দীর্ঘদিন দেখিনি। যেকোনো কারণে হোক, অ্যাকাউন্টেবিলিটি (জবাবদিহি) দেখিনি কখনো।

আমার মনে হয়, স্বচ্ছতার একটা সংস্কৃতি দরকার, যেখানে হিসাব-কিতাব থাকবে কাজের। উন্নতি-অবনতির হিসাব-কিতাব থাকবে, জবাবদিহি থাকবে। এমন একটা জিনিস দেখতে চাইব, যেখানে পেশাদারি আছে এবং জবাবদিহি আছে। 

আমার মনে হয়, এখনই সম্ভব হবে সেটা। ১২-১৫ বছর চালাতে গেলে কিন্তু দক্ষ হাত প্রয়োজন হয়। যাঁরা চালিয়েছেন ১২, ১৫ কিংবা ২০ বছর, তাঁরা ম্যানিপুলেট করেছেন প্রক্রিয়াটা। এটা লম্বা সময় চালানোর জন্য। ম্যানিপুলেশন যখনই আসে, তখনই কিন্তু অনেক নেতিবাচক ব্যাপার চলে আসে এবং সেটা স্পোর্টসের সংস্কৃতি নষ্ট করে দেয়।

আমার মনে হয়, বাংলাদেশে ১৯৭১ সালে স্বাধীনতার পর আমরা বেশ হালুয়া-রুটি নিয়ে ব্যস্ত ছিলাম। কে কী পাব-না পাব, এগুলো নিয়ে ব্যস্ত ছিলাম। জাতি গঠনে বোধ হয় আমরা খুব বেশি মনোযোগী ছিলাম না। এবার বোধ হয়, একটা পরিবর্তন এসেছে। যাঁদের হাত ধরে আমাদের এই অর্জন, যেসব ছেলে-মা, সাধারণ মানুষের রক্তের বিনিময়ে পেলাম, চোখের সামনে দেখা সব, কারও কাছে শোনা না—এটার একটা প্রভাব নিশ্চয়ই মানুষের মধ্যে থাকবে। যেটা এত দিন হয়নি, সেটা এবার হবে। সবকিছুর একটা পরিবর্তন দেখতে পাব আমরা।

এই বিশাল সফল আন্দোলনের সমন্বয়কারী যারা, তারা পরিণতবোধ দেখিয়েছে। তারা সাধারণ ক্ষমা ঘোষণা করেছে, কারও ব্যাপারে

কোনো বিরোধ নেই। এ বয়সের ছেলেদের কাছে যদি আমরা এটা শুনি, আশা করব এটা সবাই শ্রদ্ধা করবে।


ডেল্টা টাইমস/সিআর/এমই

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com