বাংলাদেশের ছাত্র জনতার সঙ্গে পাকিস্তানের সংহতি প্রকাশ
ডেল্টা টাইমস ডেস্ক:
|
বৈষ্যমের বিরুদ্ধে আপোষহীন সংগ্রমকে সাধুবাদ জানিয়ে বাংলাদেশের জনগনের সঙ্গে সংহতি প্রকাশ করেছে পাকিস্তান সরকার। বুধবার (৭ আগস্ট) দেশটির পররাষ্ট্র মন্ত্রনালয় এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সংহতি প্রকাশ করেন। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশের জনগনের সঙ্গে পাকিস্তান সরকার ও দেশটির সাধারণ জনতা একাত্মতা পোষণ করেছে। দ্রুততার সঙ্গে বাংলাদেশে শান্তিপূর্ণ ও স্বাভাবিক অবস্থায় ফিরে আসার প্রত্যাশাও ব্যক্ত করেছে ইসলামাবাদ। এছাড়া বাংলাদেশের তরুণ সমাজের দৃঢ় চেতনা, বৈষম্যের বিরুদ্ধে আপোষহীনতার জন্য বাংলাদেশের সুন্দর ও সুসংগঠিত ভবিষ্যতের জন্য তারা আশাবাদ ব্যক্ত করেছে। খবরে বলা হয়, পাকিস্তান বুধবার বলেছে, তারা বাংলাদেশের জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করেছে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে। বিবৃতিতে বলা হয়, ‘আমরা নিশ্চিত যে বাংলাদেশি জনগণের দৃঢ় চেতনা ও ঐক্য তাদের একটি সম্প্রীতিপূর্ণ ও সমৃদ্ধ ভবিষ্যতের দিকে নিয়ে যাবে।’ বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন একপর্যায়ে গণ-আন্দোলনে রূপ নেয় এবং শতাধিক প্রাণহানি হয়৷ সপ্তাহের বিক্ষোভ ও অস্থিরতার পর শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর ছাত্র-জনতার সঙ্গে একাত্মতা জানিয়েছে পাকিস্তান সরকার। ডেল্টা টাইমস/সিআর
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |