রোববার ৮ সেপ্টেম্বর ২০২৪ ২৩ ভাদ্র ১৪৩১

গণ-অভ্যুত্থানের পর হাসপাতালে অনুপস্থিত ডাক্তার-নার্স, বিএনপির উদ্বেগ
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: বুধবার, ৭ আগস্ট, ২০২৪, ৮:১৭ পিএম | অনলাইন সংস্করণ

গণ-অভ্যুত্থানের পর হাসপাতালে অনুপস্থিত ডাক্তার-নার্স, বিএনপির উদ্বেগ

গণ-অভ্যুত্থানের পর হাসপাতালে অনুপস্থিত ডাক্তার-নার্স, বিএনপির উদ্বেগ

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর বিভিন্ন সরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে অনেক চিকিৎসক, নার্স ও কর্মচারী অনুপস্থিত থাকার কারণে চিকিৎসাসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে ও ভেঙে পড়ছে বলে দাবি করেছেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম। এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।

বুধবার (৭ আগস্ট) সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ উদ্বেগের কথা জানান তিনি।

বিবৃতিতে ডা. রফিকুল ইসলাম বলেন, ‘গত ১৬ বছরের দুঃশাসন, অবিচার ও নিপীড়নের জন্য সমগ্র বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থা ধ্বংসের মুখে।
স্বাস্থ্যব্যবস্থার প্রতিটি বিভাগে এত দিন দুর্নীতি ও অবৈধ নিয়োগ কিংবা পদোন্নতির মাধ্যমে যে বৈষম্য তৈরি হয়েছে, আশা করি কর্তৃপক্ষ শিগগিরই এর সুষ্ঠু সমাধান করবে।’

তিনি বলেন, ‘আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দেশনায়ক তারেক রহমানের সুস্পষ্ট নির্দেশনা হলো সব ধরনের প্রতিহিংসা ও অরাজকতা বন্ধ রাখার। বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপি সবার নিরাপত্তা বজায় রাখার জন্য বদ্ধপরিকর।’

‘এমতাবস্থায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, বিভিন্ন হাসপাতালের পরিচালক, বিভাগীয় প্রধান, অধ্যাপক, চিকিৎসকবৃন্দ, নার্সিং কর্মকর্তা এবং অন্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দকে হাসপাতালের চিকিৎসাসেবা অব্যাহত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ করছি।


ডেল্টা টাইমস/সিআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com