মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর ২০২৪ ২ আশ্বিন ১৪৩১

পদত্যাগ করলেন রাবি ভিসি গোলাম সাব্বির সাত্তার
রাবি প্রতিনিধি:
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪, ৫:৫৮ পিএম | অনলাইন সংস্করণ

পদত্যাগ করলেন রাবি ভিসি গোলাম সাব্বির সাত্তার

পদত্যাগ করলেন রাবি ভিসি গোলাম সাব্বির সাত্তার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ভিসি অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার পদত্যাগ করেছেন। 

বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুর ৩টার দিকে তিনি তাঁর পথ থেকে পদত্যাগ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাবি ভিসি কার্যালয়ের সচিব মীর শাহজাহান আলী জাকির।

তিনি বলেন, ভিসি অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বিকেল ৩টা ২ মিনিটে পদত্যাগ করেছেন।
 
এর আগে আজ দুপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ভিসি ও প্রো-ভিসিসহ বিশ্ববিদ্যালয়ের শীর্ষ কর্মকর্তাদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের আহ্বান জানিয়ে আলটিমেটাম দেওয়ার পর ভিসি তার পদ থেকে সরে দাঁড়ান। 
 
ভিসি অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার বলেন, ‘আমি ব্যক্তিগত কারণ দেখিয়ে আজ বিকেল ৩টার দিকে মহামান্য আচার্য বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছি।’ 

ভিসি ছাড়াও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক, ছাত্র উপদেষ্টা অধ্যাপক জাহাঙ্গীর আলম সাউদ, জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রণব কুমার পাণ্ডে, ইংলিশ এন্ড আদার ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক আব্দুল্লাহ আল মামুন, লিগ্যাল সেলের প্রশাসক সাদিকুল ইসলাম, প্রক্টরিয়াল বডির সকল অ্যাসিস্ট্যান্ট প্রক্টর, বিশ্ববিদ্যালয় প্রেসের প্রশাসক সাখাওয়াত হোসেন এবং কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার প্রশাসক অধ্যাপক মাহফুজুর রহমান তাদের নিজ পথ থেকে পদত্যাগ করেছেন বলে নিশ্চিত হওয়া গেছে। 

তাদের মধ্যে প্রক্টর ও ছাত্র উপদেষ্টা ছাড়া সবাই আজ বৃহস্পতিবার পদত্যাগ পত্র জমা দিয়েছেন বলে নাম প্রকাশ না করার শর্তে নিশ্চিত করেছেন পদত্যাগপত্র জমা দেওয়া এক প্রশাসক। তিনি বলেন, ভিসি স্যারসহ সবাই আজকে পদত্যাগ পত্র জমা দেন। তবে প্রক্টর ও ছাত্র উপদেষ্টা গত ৬ আগস্ট পদত্যাগ করেন।


ডেল্টা টাইমস/সিআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com