ছয় দাবিতে মেট্রো রেলে কর্মবিরতির ডাক
নিজস্ব প্রতিবেদক:
|
ছয়টি দাবি জানিয়ে মেট্রো রেলে কর্মবিরতির ডাক দিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ১০তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা। বৃহস্পতিবার (৮ আগস্ট) উত্তরায় অবস্থিত মেট্রো রেলের ডিপোতে এক মানববন্ধনে এ কর্মবিরতির ডাক দেওয়া হয়। শিক্ষানবিশকাল শেষে অন্যান্য সরকারি মালিকানাধীন কোম্পানির মতো যোগদানের তারিখ থেকে স্থায়ী করতে হবে; স্টেশন ও ডিপোসহ সব স্থানে পর্যাপ্ত নিরাপত্তাসহ পরিবহন ব্যবস্থা নিশ্চিত করে ডিউটি প্রদান করতে হবে এবং সর্বোপরি কর্ম ক্ষেত্রে স্বৈরাচারী মনোভাব ও বৈষম্যমূলক আচরণ এবং ব্যক্তিগত আক্রোশের বহিঃপ্রকাশ ঘটানো যাবে না। বৃহস্পতিবার এসব দাবি সম্বলিত একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে মেট্রোরেলের কর্মচারীরা। ৭৪ জনের স্বাক্ষর সম্বলিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাত শতাধীক কর্মচারী দিন রাত নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। ২০১৩ সালে কোম্পানি গঠন হলেও এখন পর্যন্ত প্রতিষ্ঠানের সার্ভিসরুলস প্রণয়ন করা হয়নি। সার্ভিসরুলস প্রণয়ন না করায় প্রতিটি কর্মচারী বাংলাদেশের সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের চলমান সব সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। ডেল্টা টাইমস/সিআর
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |