শনিবার ৭ সেপ্টেম্বর ২০২৪ ২৩ ভাদ্র ১৪৩১

ছয় দাবিতে মেট্রো রেলে কর্মবিরতির ডাক
নিজস্ব প্রতিবেদক:
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪, ৬:২৬ পিএম | অনলাইন সংস্করণ

ছয় দাবিতে মেট্রো রেলে কর্মবিরতির ডাক

ছয় দাবিতে মেট্রো রেলে কর্মবিরতির ডাক

ছয়টি দাবি জানিয়ে মেট্রো রেলে কর্মবিরতির ডাক দিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ১০তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা। বৃহস্পতিবার (৮ আগস্ট) উত্তরায় অবস্থিত মেট্রো রেলের ডিপোতে এক মানববন্ধনে এ কর্মবিরতির ডাক দেওয়া হয়।  

দাবিগুলো হলো- বর্তমান বেতন কাঠামো অনুযায়ী ১-৯ম গ্রেড পর্যন্ত জাতীয় বেতন স্কেলের ২.৩ গুণ হারে এবং ১০-২০তম গ্রেড পর্যন্ত জাতীয় বেতন স্কেলের ২ গুণ হারে প্রদান করা হচ্ছে; যা পরিবর্তন করে বৈষম্যহীন বেতন কাঠামো অর্থাৎ সব গ্রেডের একই রকম বেতন কাঠামো যা জাতীয় বেতন স্কেল-২০১৫ এর ২.৩ গুণ হারে যোগদানের তারিখ থেকে বকেয়াসহ প্রদান করতে হবে।

চাকুরীতে যোগদানের তারিখ থেকে বকেয়াসহ সিপিএফ সুবিধা প্রদান করতে হবে; অন্যান্য সব সরকারি মালিকানাধীন কোম্পানি ও অন্যান্য দেশের মেট্রোর সঙ্গে সমন্বয় করে পদোন্নতি ব্যবস্থা চালুকরাসহ সব ধরনের ভাতা সম্বলিত সার্ভিসরুলস দ্রুত সময়ের মধ্যে প্রদান করতে হবে।

শিক্ষানবিশকাল শেষে অন্যান্য সরকারি মালিকানাধীন কোম্পানির মতো যোগদানের তারিখ থেকে স্থায়ী করতে হবে; স্টেশন ও ডিপোসহ সব স্থানে পর্যাপ্ত নিরাপত্তাসহ পরিবহন ব্যবস্থা নিশ্চিত করে ডিউটি প্রদান করতে হবে এবং সর্বোপরি কর্ম ক্ষেত্রে স্বৈরাচারী মনোভাব ও বৈষম্যমূলক আচরণ এবং ব্যক্তিগত আক্রোশের বহিঃপ্রকাশ ঘটানো যাবে না।

বৃহস্পতিবার এসব দাবি সম্বলিত একটি সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছে মেট্রোরেলের কর্মচারীরা। ৭৪ জনের স্বাক্ষর সম্বলিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাত শতাধীক কর্মচারী দিন রাত নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। ২০১৩ সালে কোম্পানি গঠন হলেও এখন পর্যন্ত প্রতিষ্ঠানের সার্ভিসরুলস প্রণয়ন করা হয়নি।
সার্ভিসরুলস প্রণয়ন না করায় প্রতিটি কর্মচারী বাংলাদেশের সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের চলমান সব সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে।

ডেল্টা টাইমস/সিআর

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
  এই ক্যাটেগরির আরো সংবাদ  
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।

ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com
সম্পাদক ও প্রকাশক: মো. জাহাঙ্গীর আলম, নির্বাহী সম্পাদক: মো. আমিনুর রহমান
প্রকাশক কর্তৃক ৩৭/২ জামান টাওয়ার (লেভেল ১৪), পুরানা পল্টন, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত
এবং বিসমিল্লাহ প্রিন্টিং প্রেস ২১৯ ফকিরাপুল, মতিঝিল থেকে মুদ্রিত।
ফোন: ০২-৪৭১২০৮৬১, ০২-৪৭১২০৮৬২, ই-মেইল : deltatimes24@gmail.com, deltatimes24@yahoo.com