১৯ কাস্টমস কমিশনার ও প্রথম সচিব ঈদতাজুলকে বদলি
নিজস্ব প্রতিবেদক:
|
কাস্টমস ও ভ্যাট বিভাগের ১৯ কমিশনার পদে রদবদল করেছে জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর)। একইসঙ্গে আলোচিত শুল্ক ও ভ্যাট প্রশাসনের প্রথম সচিব ঈদতাজুল ইসলামকে বদলি করা হয়েছে। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) এনবিআর থেকে ইস্যু করা পৃথক দুটি আদেশ সূত্রে এ তথ্য জানা গেছে। আদেশে কমিশনারদের ঢাকা, চট্টগ্রাম, বেনাপোল, খুলনা, রংপুর, যশোর এবং কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট আপিলাত ট্রাইব্যুনালের বিভিন্ন পদে বদলি করা হয়েছে। অন্যদিকে অপর আদেশে জাতীয় রাজস্ব বোর্ডের আলোচিত শুল্ক ও ভ্যাট প্রশাসনের প্রথম সচিব ঈদতাজুল ইসলামকে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিএরএ) এর নির্বাহী পরিচালক পদে বদলি করা হয়েছে। এনবিআরের সাবেক চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম ঘনিষ্ঠ ঈদতাজুলের পদত্যাগের দাবি জানিয়ে বিক্ষোভও করেছিল এনবিআরের কর্মকর্তারা। ডেল্টা টাইমস/সিআর
|
« পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |